//সব পেশাতেই আছে সম্মান//
যার হাতে আছে চাকরির ভার
চাকরি দেওয়ার সেই কি মালিক!
তাই যদি হয়, তবে তো বলব
প্রতিষ্ঠানেরও সেই তো মালিক।
নিজ সংস্থা, নিজের নিয়ম
নিজ ইচ্ছাতে কাজ বেশি কম
নিজ পছন্দে লোক রেখে দেওয়া
খামখেয়ালীতে খুঁজে পাওয়া দম।
নিজের ব্যবসা নিজে করি কাজ
নিজের মতনই দোকানের সাজ
চলে বেচা-কেনা, চলে দিনভর
এ হেন দোকানে নিজেরই রাজ।
ছোট ব্যবসায় লাগে না তো লোক
পয়সা বাঁচাতে থাকে শুধু ঝোঁক
এই ঝোঁক নিয়ে প্রশ্ন ওঠেনা
সেই একমাত্র অভিভাবক।
ব্যবসা সবাই করতে পারে না
উদ্যমশীল সবাই হয় না
চায়না অনেকে ঝুঁকি ও ঝক্কি
ব্যবসা তাঁদের হয়না গয়না।
তবে সকলের চাই আমদানি
আমদানি দিয়ে টানা যায় ঘানি
চাই এক উৎস সব আমদানির
সেই উৎসই চাকরি, তা মানি।
ছোট্ট চাকরি এখানে ওখানে
স্থায়ীত্ব নেই কোন অনুমানে
বড় চাকরির সুযোগই নেই
মরিয়া যখন ছোট্টই টানে।
যত সরকারি চাকরি বাজারে
তাতেই তো মন হাজারে হাজারে
কপালের জোরে যে পায় চাকরি
স্বস্তি শান্তি থাকে তার ঘরে।
যুগের হয়েছে পরিবর্তন
বদলেছে আমদানির গঠন
দক্ষ হলেই বাড়ে আমদানি
আর জ্ঞানী হলে হয়না পতন।
চাকরির মানে এক পেশাতেই
পেশা যাই হোক মান জড়িয়েই
পেশায় যে কাজ, তাতে নৈপুণ্য
থাকলেই, আয় বেশি তো হবেই।
বাঁচতে তো চাই টাকা টাকা টাকা
অনেক এলেও মনে হয় ফাঁকা
এই ধারণায় প্রায় সকলেই
সেটাই বলছে পিতা আর কাকা।
সুবীর সেনগুপ্ত