//সব পাত্রই সর্বদা ভরা//

একদম খালি পকেট যখন
এই মন খালি হবে কী তখন!
মনের কামনা শুধুই ভাবনা
সব মনেই তো ভাবনার ধন|

শরীরে রক্ত খুব প্রয়োজন
তাই আহারের হয় আয়োজন
আরো কত কিছু লাগে শরীরের
বিভিন্ন খাবারই তার উপজনন|

যে রণক্ষেত্র এই ক্ষণে ভরা
যুদ্ধের শেষে খালি হয়ে যাবে  
জীবিত সিপাহী ফিরে যাবে ঘরে
জয় পরাজয় ভাবাতে থাকবে|

আহারের পরে পূর্ণ উদর
উৎফুল্ল শরীরে নেই কোনো চাপ
খাবার হজম যেই হয়ে গেল
ভাবনাতে শুধু খাদ্যেরই ছাপ|

খালি হতে পারে প্রায় সবকিছু
তেল ভরা শিশি, বুক ভরা আশা
খালি হয়, তবু থাকে না তো খালি
কী দিয়ে ভরল! জ্ঞান ভাসা ভাসা|

ভূবনে অনেক ধারক পাত্র
সব পাত্রই সর্বদা ভরা
বলতেই পারো এ ধারণা ভুল
এ কথা শুনেও নই দিশাহারা|

খালি হয়ে থাকা সম্ভব নয়
প্রকৃতি দেয় না খালি থাকতেই
হাওয়া থাকবেই প্রতিটি আধারে
ভুল হয়ে যাবে খালি ভাবলেই|

খালি করে কেন ভাবব না খালি!
খালি যেটা লাগে তা আপাতদৃষ্টি
আসল খালি তো মহাশূন্যেই
এ তো বিধাতার মহান সৃষ্টি|

সুবীর সেনগুপ্ত