//স্নায়বিক চাপ তাড়াতে হবেই//
নিজে থেকে আমি করতে পারি না
অদৃশ্য এক ভয় কাজ করে
কেন যে করিনা, প্রশ্ন তুললে
ভয় ভেঙে যায়, কাজ নিই ধরে।
কাজ করে ফেলি, তৃপ্তিও পাই
সেই কাজ আর দেখায় না ভয়
আগের যে ভয়, তাই নিয়ে ভাবি
বুঝে যাই ছিল অহেতুক ভয়।
কাজ রকমারি, সে আর বলতে
কাজ হবে সবই ভিন্ন ধারাতে
বিভিন্ন ধারা, তাও তো প্রশ্ন
কর্মী ভিন্ন ধারা ঘুর-পথে।
আমিও লিখছি, তুমিও লিখছ
লিখব বলেই কলম ধরছি
ধরছি, কিন্তু এক ভাবে নয়
এই ভিন্নতা মানতে পারছি।
প্রেরণা থেকেই অনুপ্রেরণা
জেগে উঠে যায় উদ্দীপনা
মনোভাবে আসে পরিবর্তন
কাজে দিতে মন উত্তেজনা।
কাজ সূচনার পূর্বে যে ভয়
তা কী উদ্বেগ, আকস্মিক ভয়!
ভয়ের কী রূপ, জেনে কী যে হবে!
স্নায়বিক চাপ তাড়ালেই হয়।
আমার কাজের দায় সব আমার
সেই দায় কেন ভয়ে হবে ভার!
ভয় দূরে ঠেলে কাজ না ধরলে
আরো বেশী ভয়ে ভারী হবে ঘাড়।
ঘাড় ভারী করা দলে আমি নেই
আমি তো ধরব কাজ প্রথমেই
ভয়হীন কাজে ভুল হলে হোক
বারবার করে শিখে তো যাবই।
সুবীর সেনগুপ্ত