//স্মৃতিশক্তি//
এই কথাকটি মনে থাকবে না!
কী যে তুমি বলো, বুঝতে পারি না
আমি লিখে দেবো, প্রশ্ন তা নয়
প্রশ্নটি হলো স্মৃতি শক্তির।
সব মিলিয়ে তো পাচঁটি শব্দ
পাঁচ শব্দেই হচ্ছ জব্দ
প্রাপ্তবয়সে পৌঁছে গিয়েও
কেন বদলাতে চাওনা যে তুমি!
ভবিষ্যতকে স্মরণ করি না
কারণ, করার অবকাশ নেই
বর্তমান তো ঘটিয়ে চলেছি
যা দেখছি তা স্মরণ কী হ্য়!
স্মরণ শব্দ অতীতের সাথে
গড়ল অতীত, স্মৃতি উপস্থিত
স্মৃতি ও স্মরণ হাত ধরে চলে
স্মরণ করলে, স্মৃতি দেবে সাড়া।
যখন থাকেনা কিচ্ছুই মনে
তখন স্মরণ নয় প্রাসঙ্গিক
মেনে নিই শারীরিক সমস্যা
নেই স্মরণের ঠিক বা বেঠিক।
এলাকাতে তুমি খুব পরিচিত
জানি, তুমি নও রাজনীতিবিদ
অভাবে হারিয়ে যায়নি স্বভাব
নিরপেক্ষতা দিয়ে গড়া ভিত।
ভুলে যাও, তাও বিচলিত নও
অর্থই করে দেয় সমাধান
কর্মক্ষেত্রে করতে যা পারো
বাড়ীতে সমাজে তার কী প্রভাব!
কারো কারো স্মৃতিশক্তি প্রবল
এ কী বিধাতার দেওয়া এক দান!
হতে পারে, আর নাও হতে পারে
স্মৃতিশক্তি কী বাড়ানো যায় না!
মানুষই করেছে নজির স্থাপন
স্মৃতিশক্তির করেছে বৃদ্ধি
কতটা বৃদ্ধি! এতে যাচ্ছি না
নিশ্চিৎ কিছু প্রসার হয়েছে
তুমি তো আমার শুভানুধ্যায়ী
আমারও ইচ্ছা নয় বিসদৃশ
একটু প্রয়াস করেই দ্যাখোনা
তোমার মেজাজ বদলেও যাবে।
সুবীর সেনগুপ্ত