//শুরুতেই কেন অবিশ্বাসের পক্ষে//

বিশ্বাসে কেউ দিচ্ছে না আশ্বাস
তাইতো ধরেছি অবিশ্বাসের বিলাস
কোন পথ নয় অবিশ্বাস বা বিশ্বাস
নিই বা না নিই করতে হবে না কারাবাস।

কিছুই লাগেনা অবিশ্বাসের জন্য
বিনা খরচার অদ্ভুত এক পণ্য
করতে হবেই বসবাস এক স্থানে
তার উপর রাখা বিশ্বাস আছে মনে।

বিশ্বাস করে মুখে তুলে দিয়ে খাদ্য
আর এই খাদ্য হয় না তো অবাধ্য
বিশ্বাস যদি না রাখি চলতে পথে
গোলমাল জেগে উঠবেই মনোরথে।

না শুয়েই ভাবি আজ ঘুম আসবে না
এই অবিশ্বাস ঘুমের পরশ পাবে না
সন্দেহ আর খটকাকে নিয়ে চললে
ব্যর্থ হওয়ার জয়েই নিজেকে জড়ালে।

সন্ধিহান আর দ্বিধা আমাদের অরি
আর এই অরি সর্বদা অশরীরি
ঘুম না আসলে আনার উপায় আছে তো
সেই প্রয়াসেই মন দিলে ঘুম আসে তো।

এক হবে নাকি বিশ্বাস আর সন্ধিহান
সমার্থক নয়, তবে এক পাতে করা দান
দুটোর মধ্যে ভালো খুঁজলে কী পাবো!
সঠিক জবাব পেলেই ধন্য হবো।

সুবীর সেনগুপ্ত