//শুধু সময়ের চলাই হবে চিরন্তন//
থেমে গেল ঐ বাসটা চলতে চলতে
জ্বলতে জ্বলতে পুড়ে গেল ঐ সলতে।
কথা থেমে গেল হঠাৎ বলতে বলতে
বাধা এসে গেল তখন শুনতে শুনতে।
ঝড় ওঠে আর তারপরে থেমে যায়
মানুষের দুর্ভোগ ধীরে ধীরে কমে যায়।
গান থেমে যায় কখনো গাইতে গাইতে
খুশী খুশী মন জড়ায় বিরক্তিতে।
থামে ভালবাসা, থামে শত শত আশা
থামে আনন্দ, বিষণ্ণ মনে নিরাশা।
ভাবনাও থামে, তন যদি ঘুমে মগ্ন
অচেতন মন স্বপ্নে হয় নিমগ্ন।
কাজ থেমে যায় কারণে ও অকারণে
বাজ পড়া থামে ঐ সুদূরের গগনে।
খাওয়া থেমে যায়, অশুভ খবর শুনলে
নাওয়া থামে, যদি জলের অভাব নলে।
কান্নাও থামে, অসহ্য ব্যথা কমলে
হাসি থেমে যায়, বিফলতা এসে ধরলে।
পান করা থামে মাতাল হওয়ার পর
দান করা থামে শূন্য যখন ঘর।
লেখা থেমে যায়, ভাবনা খেই হারালে
থেমে যায় শেখা, ইচ্ছা সাথ না দিলে।
নদীর প্রবাহ থেমে যায় জলাভাবে
প্রাণ থেমে যায়, স্তব্ধ শরীর নীরবে।
গোলাবর্ষণ থামে যুদ্ধের শেষে
যাতায়াত থেমে যায় প্রত্যেক দেশে।
বৃষ্টিও থামে কালো মেঘ সরে নীলাকাশ
থামবে প্লাবন, পেয়ে যাই তার আভাস।
হৃদপিণ্ডের ধ্বকধকানির থামাতে
প্রাণ থেমে যায়, জীবনের শেষ ধরাতে।
থেমে যাবে প্রায় সবকিছু, মন বলে
শুধু সময়ের চলাই হবে চিরন্তন।
সুবীর সেনগুপ্ত