//শ্রীহীন করলি গল্প//
লড়াই লড়াই লড়াই করলি
গড়লিও এক দল
মা মাটি আর মানুষ নামে
পেয়েও গেলি ফল।
মা মাটি আর মানুষ নিলি
মিথ্যে কেন ধরলি!
খুঁড়তে কি চাস নিজের কবর!
কাজটা কি ঠিক করলি!
মানুষ দিলো ভোট, আর কিছু
নিজেই জোগাড় করলি
এসেও গেলো ক্ষমতার স্বাদ
ভাবনা বদলে ফেললি।
মনে আছে নাকি সেই যে স্লোগান
"বদলা নয় বদল"
ক্ষমতার পাওয়ার পরেই ভুললি
আশ্রয় দিলো ছল।
বদল, সে তো খুব করেছিস
দশটি বছর ধরে
বিরোধীদের ঘর ভেঙেছিস
মেরেছিস বারেবারে।
পাঁচশত টাকা ভিক্ষা দিয়েই
বন্ধ করলি মুখ
মা মাটি আর মানুষ ভাবলো
এই বুঝি সব সুখ।
কথায় কথায় করলি গঠন
এই আর সেই প্রকল্প
সব প্রকল্প ঘিরেই তো শ্রী
শ্রীহীন করলি গল্প।
নিজেই বলিস শিক্ষা আয়োগ
ঘুঘুর একটা বাসা
ঘুঘুর বাসা ভাঙলি না কেন!
এতেই যে তোর আশা।
করতে যে চাস বিরোধী-শূন্য
তা তোর কথায় স্পষ্ট
বুঝলি না তুই কি সংবিধান
ভাবনা হলো নষ্ট।
বিধায়ক সভাপতি আর মন্ত্রী
খাচ্ছে জেলের ভাত
দলের আরও বড় নেতাও
ভয়েই কুপোকাত।
সবাই বলে তোর এই দলে
একটাই শুধু পোস্ট
বাকীরা সব জেনেও গেছে
তাঁরা যে ল্যাম্পপোস্ট।
আর একটা পোস্ট তৈরী করে
ভাইপোকে এনেছিস
কয়লা ভাইপো নাম হয়েছে
নিশ্চয়ই শুনেছিস।
মামলার পর মামলা চলছে
নিত্য নতুন খবর
এখন খোঁজে ধেড়ে ইঁদুর
ইঁদুর নাকি জবর।
আমরা আছি অপেক্ষাতেই
পড়বে মাথা ধরা
এই কামনায় আজ জনগণ
নিশ্চিত আছে তাড়া।
সুবীর সেনগুপ্ত