//শরীর নিয়ে যা জ্ঞান তা এক রত্তি//
অস্থিবিহীন মানব শরীর
কল্পনাতেই করে থাকে ভীড়
স্বস্তিবিহীন মানব জীবন
বহু পুরাতন জীর্ণ কুটির।
মানব শরীর প্রাণেরই নীড়
প্রাণহীন হলে বিদীর্ণ প্রাচীর
নির্জীব হয়ে থাকবে অসাড়
ক্ষয়ে শেষ হবে, না হয়ে অধীর।
প্রাণ ও অস্থি যেমন শরীরে
সর্ব শরীর ত্বক আছে ঘিরে
রক্ত মাংস শত শত কোষ
আরও কতকিছু শরীরের নীড়ে।
হতেই থাকবে শরীর সৃজন
হবেই শরীর প্রাণের ভবন
একটি জীবন শুরু হয়ে গেল
আশা হয়ে গেল জীবনের ধন।
মানুষের আশা দুই রকমের
নিজের মনের, আর শরীরের
শরীরের আশা সচল থাকার
মননের আশা নিজের নিজের।
শরীরের চাওয়া হাঁটবে খেলবে
অস্থি ছাড়া কি এই কাজ হবে!
মনের চাওয়াতে জ্ঞান আর ভাষা
এই দুই পেতে ভাবনা লাগবে।
মানব শরীর রহস্যেই ভরা
যত খুঁজি তত দূরেই কিনারা
শরীর চেতনা প্রাণ আর মন
এসব জেনেও জ্ঞানও অধরা।
ধরা ও ছোঁয়ার বাইরেই মন
অঙ্গকে ছুঁয়ে কোথায় স্বস্তি!
প্রাণ ও আত্মা জানি ভাসা ভাসা
যা যা জানি সব শুধু এক রত্তি।
সুবীর সেনগুপ্ত