//শরীর মন ও জীবনের স্থিতি//
শুয়ে না থাকলে, বসেই থাকবে
কিংবা দাঁড়িয়ে থাকতেও পারে
স্থির না দাঁড়িয়ে পারে হাঁটতেও
এই চার স্থিতি শরীরের তরে।
চার স্থিতি কেন! আছে আরো স্থিতি
পারে দৌড়তে, সাঁতার কাটতে
করতেও পারে খুব নাচানাচি
পারে বহু কাজে ব্যস্ত থাকতে।
এত এত স্থিতি, সব প্রয়োজন
বেছে নেওয়া হয় কোনটা কখন
আছে নাকি কোনো নির্দিষ্ট নিয়ম!
বাছাবাছি হয় নিজের মতন।
এই মুহুর্তে আছি যে স্থিতিতে
বদলেও যায় পরমুহুর্তে
এই বদলানো শরীরের ডাক
সেই ডাকে সাড়া হবেই তো দিতে।
শরীর ভাবে না এটাই সত্য
মন ভেবে থাকে, তাই যথার্থ
শরীর মানতে চায় উপদেশ
উপদেশ মানা মনেরই শর্ত।
মন দাঁড়ায় না, শুয়েও থাকে না
তবে কি মনের স্থিতিও হয় না!
হয় হয়, অগণিত স্থিতি হয়
উপলব্ধিতে তাই হয় জানা।
স্থিতি এই মনের আর শরীরের
শেষে চাই স্থিতি এই জীবনের
স্থিতির আসল অর্থ কী জানি!
যতটুকু জানি তা তো নয় ঢের।
স্থিতির চাওয়াতে আমরা সবাই
স্থিতি বহুরূপে সন্দেহ নাই
স্থিতি পেলেই তো জীবনে শান্তি
তাই থাকি নাকি স্থিতির খোঁজেই!