//শরীর গড়ার শুধু এক প্রক্রিয়া//
গড়ল শরীর, জীবনের উৎপত্তি
এক মন নিয়ে শরীর পেল তৃপ্তি
তৃপ্ত না হয়ে কী আর করবে শরীর
কোনো শরীরেই হয় না দুই মন সৃষ্টি।
শুধুই কী মন এই শরীরের মাঝে!
আরও কত কিছু এই শরীরের অংশ
এ সব নিয়েও এই শরীর পরিতৃপ্ত
তৃপ্ত হলেও, শরীর হবে ধ্বংস।
শরীর নীরবে ছেড়ে দেয় এক স্থান
নতুন শরীর ফিরে আসে সেই স্থানে
সচল শরীর চায় না হতে অচল
এই সচলতা মনেরই প্রতিবেদনে।
শরীরের সাথে মনের যে সম্পর্ক
সেই সম্পর্ক অন্য কোথাও আছে কী!
শরীর জড়িয়ে আষ্টেপৃষ্টে মন
এই সম্পর্কে ফাটল ধরানো যায় কী!
সৃষ্টি থাকলে, থাকবেই পাশে ধ্বংস
ধ্বংসের পরে আবার সৃষ্টি, তাই কী!
কোনো একদিন শরীর ছিল না জীবনে
আবার সৃষ্টি নাও হতে পারে, নয় কী!
এক থেকে বেশী অনেক কিছুই শরীরে
কখনো কোনোটা হয়ে যায় ত্রুটিপূর্ণ
করাও তো যায় কিছু কিছু দোষমুক্ত
কিন্তু প্রতিটি মন সম্পূর্ণ অনন্য।
শরীর গড়ছে, পৃথিবীর কোণে কোণে
একই প্রক্রিয়া শরীর গড়ার পিছনে
ধ্বংসের প্রক্রিয়া আলাদা আলাদা
ধ্বংস হবেই, সমৃদ্ধ সবাই জ্ঞানে।
সুবীর সেনগুপ্ত