//শোনা এবং বলা নিয়েই জীবন//

বললে কিছু, হবেই নাকি শুনতে!
জোর গলাতে পারি নাকি বলতে!

শুনলে কিছু, তৎক্ষণাৎ কি বলা!
আদেশ হলে, শুনেই কাজে চলা।

কীসের পরে কি হবে তা জানতে
দিতেই হবে ঘটনাটা ঘটতে।

ঘটলে পরেই একটি ঘটনা
হয়েই যাবে কিছু আলোচনা।

আলোচনায় জুটবে কিছু মন
বলবে তারা তাদের ইচ্ছামতন।

বলছে যাঁরা, তাঁদের শোনার সুযোগ
শোনার পরে আরো কথার যোগ।

শোনার পরে নীরব যদি থাকি
বুঝতে হবে তোমার কথায় রাজি।

ক্রিয়া হলেই থাকবে প্রতিক্রিয়া
এটাই নিয়ম, মানবে নাকি হিয়া!

মানলে পরে এটাই হবে নিয়ম
আরে না মানলে, নিয়মে নেই দম।

বলতে হবেই, তার থেকে নেই রেহাই
শুনতেও হবে, যে যাই বলুক ভাই।

বলব কখন! কোন সময়ে শুনব!
শুনব আগে, নাকি আগেই বলব!

শোনা এবং বলার যে সিদ্ধান্ত
এতে নিজের কথাই তো শেষ প্রান্ত।

বাড়ির মধ্যে থাকলে হয়ে বন্দী
বলার সুযোগ খুঁজতে লাগে ফন্দি।

শূন্য পথে একলা যখন চলি
নিজের সঙ্গে নিজেই কথা বলি।

বক্তা এবং শ্রোতা যখন নিজেই
নিয়ম তখন থাকে দূরে দূরেই।

সমাজ আছে, আছেও তো সংসার
তাই তো বলা, শোনাও খুব দরকার।

শুধুই বলব, শোনার ইচ্ছে নেই
যে বলতে চায়, তাকে বাধা দেবই।

আগে পরের ব্যাপার বুঝতে হবে
অনেক অভিজ্ঞতায় জানা যাবে।

খুব প্রয়োজন শোনার এবং বলার
না থাক এতে কোন ছলা কলার।

সুবীর সেনগুপ্ত