//শখ যে জন্মে যাবে, এটা ভুল নয়//

যে শখ জন্মেছিল একদিন
সেটা নিয়ে কেটে গেছে বহুদিন
কতদিন কাটবে তা কে জানে!
এই এক শখ নিয়ে শখের জীবনে।

চোখে মনে ধরা পড়ে পছন্দ
পছন্দ দিয়ে দেয় আনন্দ
পছন্দ না করেই এলো হাতে
এটা যদি শখ হয়, কোন শর্তে!

প্রথমে তো দেখা, পরে পাওয়া
ভালো লেগে গেলে, করা ধাওয়া
শখ যে জন্মে গেছে এই মনে
পূর্ণ করতে হবে যেমনে তেমনে।

জীবন পাওয়ার আগে দেখিনি
পছন্দের অবকাশ পাইনি
শখের জীবন, তবে কী ভাবে!
অনেক ভাবনা আছে এই অনুভবে।

শখ যদি হয়ে যায় অপছন্দের
এমন হলে কি সেটা হবেই পাপের!
জীবন শখের তবে বলব কী!
ইচ্ছাই শখ, ছেড়ে দেবো নাকি!

শখ যে জন্মে যাবে, ভুল নয়
প্রয়াস না করলেও হয়ে যায়
হওয়ার আগে কি ভাবনাতে ছিল!
নাকি কোন ভাবে সেটা হয়ে গেল!

খাদ্য রসিক যাঁরা, তাঁরা খোঁজে
রকমারি খাদ্যের স্বাদ যায় বুঝে
ঘুরে ঘুরে কিনে আনে সেই সব খাদ্য
না খেতে বললে পরে, হয়ে যায় অবাধ্য।

পোশাক নিয়ে যে শখ, এ তো সাধারণ
শরীর সাজাতে চাওয়া নিজেরই মতন
মনে ভাব, ভাবে মন নিয়ে এই খেলা
চতুর্দিকেই দেখি পোশাকের মেলা।

অনেক মানুষজন পুজো নিয়ে থাকে
রকমারি ফুল দিয়ে দেবতাকে ঢাকে
এটাও কি নয় এক রকমের শখ!
শখ গড়ে ধীরে ধীরে, নয় অচানক।

শখ থেকে হবে লাভ, ভাবি নাকি!
হয়ে যদি যায়, সেটা ছাড়ি নাকি!
শখ হল আসক্তি, কিংবা আবেগ
শখ নিয়ে থাকলেই শান্ত বিবেক।

আমার ধারণা, শখ থাকা খুব ভালো
শখ থেকে ক্ষতি হলে, সেটা কালো
বিনাশ করার শখ যদি থাকে মনে
সেটা শখ হবেই না রম্য ভূবনে।

সুবীর সেনগুপ্ত