//শিল্প ও শিল্পী//
কবি কী শিল্পী!
শিল্পী কী কবি!
দুটো বিবৃতি, কোনটা যে ঠিক!
যে বিচারক, রায় দিয়ে দিক|
গায়ক শিল্পী
গায়িকা শিল্পী
যাঁরা ছবি আঁকে চিত্র শিল্পী
ভাস্কর্য স্রষ্টা, সেও তো শিল্পী|
নতুন গঠন
শিল্প সমান
বড় কারখানা, সেটাও শিল্প
ছোট্ট সৃষ্টি, নয় কি শিল্প!
নৈপুণ্য কাজ
শিল্পেরই সাজ
সোনা রুপো দিয়ে, বলব শিল্প
মাটি কাঠ দিয়ে, কম কী শিল্প!
কারিগরী শিল্প
আছে কারুশিল্প
সাজিয়ে গুছিয়ে কাজই শিল্প
আমরা সবাই শিল্পী অল্প অল্প|
শিল্প কোথায়!
কাজের ধারায়
দক্ষতা থেকে গড়ে উঠবেই শিল্প
বলে বাস্তব, এ তো নয় গল্প|
সুবীর সেনগুপ্ত