//শিল্পীর মুখে কেন কদর্য ভাষা!//
শিল্পীর সভ্যতা
হয় নাকি আলাদা
শিল্পীর স্বাধীনতা
তা কী শুধু সাদা খাতা!
অভিনব অদ্ভুত
ঈদ ঘটে কথাগুলো
যত শুনি তত মন
আঁধারের মাঝে কালো।
আমি সাধারন, তাই
মান্যতা কিছু নেই
আমার অস্তিত্ব ভীরে
নয় তো একেলা নীড়ে।
কে আর ব্যস্ত হয়
আমাদের চর্চাতে
এসেছি নিঃশব্দে
যাব আরো নিঃশব্দে।
শিল্পী কেন যে ভাবে
তাঁর বেশি অধিকার
যা খুশি বলতে পারে
বলে পার পেতে পারে।
শিল্পী বলেই কি
কদর্য ভাষা তাঁর
শিল্পী তো থাকবে
নিয়ে তাঁর সম্ভার।
লেখক বা হোক কবি
অভিনেতা গীতিকার
এঁদের প্রতিবাদে
দূর হয় অনাচার।
পরিচিত প্রখ্যাত
শিল্পীরা হয়ে যায়
এদের বদান্যতা
সমাজের আঙিনায়।
শিল্পী গড়েছে তাঁর
মান আর সম্মান
এর পিছনে আছে
মানুষের অবদান।
মানুষকে অবহেলা
করতে কী পারে সে!
বিখ্যাত হলেই কি
সব ভুল যায় ভেসে!
যাঁরাই বুদ্ধিজীবী
তারা নয় সাধারণ
অবিচার তাঁদের তো
কথা বলা প্রয়োজন।
কিন্তু ক্ষমতা পেয়ে
তারা থাকে চুপ করে
এ কী সুবিধার ফল!
তাঁরাই বলতে পারে।
সুবীর সেনগুপ্ত