//শেষ কথা গণতন্ত্র//

এক অধ্যক্ষ জ্ঞানদাতা বহু জন
কিন্তু অনেক অনেক ছাত্রী ছাত্র
মসৃণ ভাবে জ্ঞান দেওয়া নেওয়া চলছে
প্রমাণ করছি আমরাই গণতন্ত্র।

বানিয়ে নিয়েছে একটি সংবিধান
সংবিধানের ধারাতে চলছে দেশ
সংশোধন প্রয়োজন সাংবিধানের
এই সংশোধন জনতার কাছে সন্দেশ।

রাজা, প্রজা আর রাজত্ব সব অতীত
আমাদের শুধু এক পরিচয় নাগরিক
সকলের তরে সমান নিয়ম প্রযোজ্য
সংবিধান এই দেশের উচ্চ প্রতীক।

আইন পরিষদ,শাসনকার্য পরিচালক
বিচার বিভাগ আর সংবাদ মাধ্যম
চার স্তম্ভের উপরে দাঁড়িয়ে সংবিধান
মেনে নিতে হবে এই ব্যবস্থা সর্বোত্তম।

সম অধিকার, সমমর্যাদা, সম নিয়ম
সমতা রক্ষা করার, খুবই প্রয়োজন
ত্রুটি বিচ্যুতি হয়ে যায় বহু কারণেই
তখনই তো হয়, সংবিধানের সংশোধন।

গড়েও উঠেছে, ধরণীতে বহু দেশ
দেশ থেকে দেশে, ব্যবস্থা কী আলাদা!
বিধান তো চাই, চালাতেই কোন দেশ
নতুবা স্বৈরতন্ত্রে ভোগান্তি সর্বদা।

আছে কিছু দেশ, এখনো রাজার দখলে
গণতন্ত্রকে আনার প্রয়াস চলেছে
জাতিসংঘের গঠনা তার এক নমুনা
ধীরে ধীরে পরিবর্তন দেখা দিচ্ছে।

মানুষের কাছে সমতা নয় এক শব্দ
আবালবৃদ্ধবনিতা চাইছে সমতা
সমতা থেকেই শান্তির উদ্ভাবন
এটাই তো এক প্রকৃত বারতা।

সুবীর সেনগুপ্ত