//শেষ কাজ ঘুম, কী ভাবনা তার আগে!//

নমঃ নমঃ করে আজকের দিন গেল
কালকে কী হবে! সেই কথা মনে এলো
এ কেমন ধারা বুঝতে যখন চাইছি
বোঝার আগেই সেই ভাবনাকে ছাড়ছি।

আজকের দিন প্রায় শেষ হতে চলেছে
যা যা করে গেছি সব কি স্মরণে আসছে!
স্মরণে আসবে, যদি তা আনতে চাই
নইলে তো সব ধীরে ধীরে হারাবেই।

প্রতি ক্ষণে কিছু হয়েই যাচ্ছে অতীত
সব কি গড়তে পারে এই মনে ভিত!
যা হয় না তাই নিয়ে কেন এত ভাবনা!
স্মৃতিতে কেবল একটি বা দুটি ঘটনা।

যা যা হারালাম, ঘটনা কি ছিল ছোট!
এই ভাবনায় সকলে কি হয় রত!
কেন হবে রত! হওয়ার কারণ আছে কি!
কারণ কি হবে সব জীবনের ব্রত!

দিন আগমন হয় না বিশেষ ঘটনা
দিন আগমন নিয়ে নেই আলোচনা
যেটা অবশ্য ঘটবে তা নেই মনে
কেন আগমন! এ তো সকলের জানা।

কাজ করে যাই বিশেষ বা অবিশেষ
ঘুমোলে পরেই কাজ হয়ে যায় শেষ
শেষ কাজ ঘুম, কী ভাবনা তার আগে!
ঘুম আসুক চোখে, সেই ভাবনা কি জাগে!

হলেই অতীত সেটা হবে ইতিহাস
অতীত মানেই সে সব অভিজ্ঞতা
অতীতের যত ভুল আর নির্ভুল
বর্তমানে সেগুলোই হয় ত্রাতা।

অন্তর্দর্শন খুব প্রয়োজন জীবনে
এটা করলেই পথ খুলে যায় সামনে
এ নয় আমার আদেশ কিংবা উপদেশ
মানা বা না মানা সে তো সব্বার মননে।

কত আজ আর কাল চলে গেছে ভূবনে
তার বেশীটাই হারিয়ে গিয়েছে গগনে
যা হারায়নি, ইতিহাস পড়ে জানছি
জ্ঞানের বৃদ্ধি জুড়েও দিয়েছে ভাবনে।

দিন চলে যাবে হয় নমঃ নমঃ করে
কিংবা তা যাবে প্রকাশ্যে ঘটা করে
চলে যাওয়া দিন ভাবতেই ভালোবাসি
এই ভালোবাসা অগ্রগতির জঠরে।

সুবীর সেনগুপ্ত