//শেষ যে বিদায় প্রকৃত বিদায়//
কতবার দেবে বিদায় বলো তো!
এ কী উপহার দেবে এত এত!
বিদায়, কোনো জিনিস তো নয়
বিদায় দিয়ে কী থাকো সুরক্ষিত!
বিদায় দেওয়ার আছে প্রবণতা
বিদায় দিয়ে কী দিই এক বার্তা!
বার্তা যে দিই এ তো নিশ্চিত
বিদায় হবে না বিবরণে গাঁথা।
বিদায়ের ক্ষণে বিষাদের স্তুপ
সব বিদায় কী দুঃখেই ভরা!
কক্ষনো সেটা হতেই পারে না
অনেক বিদায়ে আনন্দ ভরা।
বিদায় অল্প সময়ের তরে
পুনর্মিলন ঘটে তারপরে
এমন বিদায় কেন চাইব না!
রেখে দেব এই মনে সমাদরে।
উপহার নয়, তাও চেয়ে থাকি
বিদায়ের খুশী করি মাখামাখি
দিচ্ছি বিদায় কারো ভালো চেয়ে
সে কী দেবে নাকি আগামীতে ফাঁকি।
বিদায় এবং উপহারে মিল
নেই নেই নেই, আছে গড়মিল
বিদায় শুনলে পাই যন্ত্রণা
বিদায় করে যে গঠন পাচীল।
ঘরের বাইরে যেতেই তো হয়
আর এই যাওয়ার অনেক কারণ
কারণ মিটিয়ে ফিরেও তো আসি
প্রতিদিন পুনঃসংগতিস্থাপন।
যে বিদায় নিয়ে আমার এই লেখা
সে বিদায়ে শুধু বিষাদের রেখা
বিদায় এখানে বিচ্ছেদ নিয়ে
শেষ হয়ে যায় সব অপেক্ষা।
আগমন হলে হয় প্রস্থান
এতে জুড়ে নেই কোনো অভিমান
এই চির সত্য মানে সকলেই
কারণ এটাই বিধির বিধান।
সুবীর সেনগুপ্ত