//শেষ বলে কী হয় কিছু!//
শেষ না দেখে ছাড়ব না
কীসের যে শেষ দেখতে চাই!
শেষ মানে কী শুধুই ছাই!
কারোর ক্ষতি চাইব না
শেষ দেখতেও চাইব না।
বসছি খেতে আহারে
উঠছি যখন, পেট ভরে
হয় কী এটা শেষ আহার!
অর্থবিহীন কথাই সার
আহারবিহীন প্রাণের নেই অস্তিত্ব
প্রাণ তো আছেই, ছেড়েও যাবে মর্ত।
একটা সেলাই শেষ হলো
আরেকটাতে হাত গেলো
কবে হবে শেষ সেলাই!
যখন সূঁচ আর সুতো নেই!
সূঁচ আর সুতো থাকবে না, তা হয়না
শেষ সেলাইটা চিহ্নিত করা যায় না।
শেষ বলে কী হয় কিছু!
শেষ উপর আর শেষ নীচু
উঠছি নামছি ক্ষণে ক্ষণে
আগে পরের কোথায় মানে!
সেই কারণেই পাই না খুঁজে অন্ত
মুহুর্তেই তো বদলে যায় দিগন্ত।
মোহনায় এসে নদীর শেষ
বলার কিছু নেই বিশেষ
কিন্তু নদী থেকেও যায়
দীর্ঘ কত তা সংজ্ঞায়
প্রয়াস করে দেখতে হয়না নদীর শেষ
নদীর কথায় কেউ কী করে মন নিবেশ!
শেষ দেখবার ইচ্ছে নিয়ে
কে দিন কাটায় জীবন নায়ে!
শেষ হোক জীবন, কেউ চায় না
শেষ দেখা তাই হয়েও হয়না
স্বভাবতই শেষ এসে যায় একদিন
শেষ তো আসে, যায় না দেখা কোনোদিন।
সুবীর সেনগুপ্ত