//শাসকের মতে ক্ষমতার জয়//
শাসক দলের ভাবনা অনেক
প্রচুর বিষয়, ভাবনা হবেই
যাই ঘটে তার ভার শাসকের
ভুলের জবাব হবে তো দিতেই।
শাসক দলের মাথা একজন
অন্তিম নির্দেশ তাঁরই হয়
আদেশ এবং দেবে নির্দেশ
এতে ভুল খোঁজা বিভ্রান্তি হয়।
মাথা একজন, একই থাকবে
দুই মাথা হলে টানাটানি হবে
মন্ত্রী সংখ্যা হলেও অনেক
তাঁরা ঠুঁঠো হয়ে আয়েশ করবে।
বহু রকমের বহু প্রতিষ্ঠান
প্রতি জায়গায় একটাই মাথা
সব মাথা এক রকম হবে কী!
নাও হলে এক, সবারই ক্ষমতা।
সব প্রতিষ্ঠান আমরাই গড়ি
সেই নিয়মেই রাজনৈতিক দল
দল গড়লেই শাসক হয় না
জনতার রয় গড়ে তোলে বল।
শাসক হওয়ার পিছনে কাহিনী
তাতে আছে শ্রম অধ্যবসায়
শাসক হলে কী সব যায় মুছে!
তখন কী শুধু স্বার্থ জড়ায়!
শাসন মানে তো করা কিছু কাজ
স্বেচ্ছাচারীর মতো কাজ নাকি!
তাই তো হচ্ছে প্রায় প্রতিদিন
দায়ী আমরাই, অনুতাপ ঢাকি।
শাসকের চুরি, সে তো চুরি নয়
শাসকের মতে ক্ষমতার জয়
জনতাকে বোকা বানাচ্ছে বেশ
হয়েই যাচ্ছে শাসকের আয়।
মাথা একজন, মাথা একজন
আছে ছোট মাথা, তিনি একা নন
ছোট মাথা কেন করবে না চুরি!
মিলেমিশে হয় চুরি আয়োজন।
দলে যদি হয় সকলেই চোর
তখন কে কাকে দিতে পারে দোষ!
অস্বীকারের পথটাকে ধরে
উপশম করে জনতার রোষ।
রাজনীতি পেশা আয়ের পেশা কী!
জনতার সেবা, তাই তো শুনেছি
নেতা নিজে করে নিজেরই সেবা
চলবে এটাই, শুনেও চলেছি।
সুবীর সেনগুপ্ত