//শান্তি স্বস্তি জীবনের ধন//

লগ্নীর চাপ, মাপ করে করে
ভাবনার ধারা, গেছে সরে সরে
ব্যঘাতের শুরু উষার সমীরে
সাজানো বাগান, নেই মম ঘরে।

কামনা ইচ্ছা আশা জড়িয়েছি
সুখ ধরে ধরে মনেও ভরেছি
সুখ নিশ্চিত, ভেবেই নিয়েছি
স্বপ্নের বনে চরে বেড়িয়েছি।

নিজে বানিয়েছি সুখের জীবন
জোগাড় করেছি যা যা প্রয়োজন
করতে হয়েছে, মন সমর্পণ
করেও নিয়েছি, ভাবিনি তখন।

খুব সাধারণ ছিলাম তো আমি
সরল জীবন ছুঁয়েছিল ভূমি
জানাও ছিল না কি যে হয় দামী!
ছোট্ট বাড়ীর নিচে ছোট জমি।

কিন্তু জীবনে আসেই বদল
হঠাৎ পেলাম সুখের আঁচল
আমিও হলাম সুখেই অটল
ভেবেও নিলাম এটাই আসল।

শারীরিক সুখ, প্রার্থিব সুখ
বাড়তে থাকলো অর্থের ভুখ
কম কম ধন ভরলো না বুক
ভাবনাতে বুক হল ধুকপুক।

বুক ধুকপুক কেন সুখ থেকে!
সুখ দেবে খুশি হাসি হাসি মুখে
কিন্তু আমি যে ডুবে গেছি ঋণে
লগ্নীর চাপে মন গেছে ঢেকে।

ঋণ মানে টাকা, হয়ে গেছি ঋণী
ঋণ নিয়ে ধনী, অ-সুখের খনি
বুঝিনি তখন সব ছিল ভুল
এখন মাপছি লগ্নীর খনি।

যে উপলব্ধি সেদিন ছিল না
সেটাই দিচ্ছে চাপে পড়ে তানা
ঢুকেছে মাথায় শান্তি আসল
সুখ মরীচিকা, নেই তো সীমানা।

জীবনে শান্তি খুব প্রয়োজন
শান্তি স্বস্তি জীবনের ধন
যে হয়েছে এই ধনে খুব ধনী
তাঁরই হয়েছে জগত আপন।

সুবীর সেনগুপ্ত