//সেই কথা//
সেদিন বলতে পারিনি যে কথা
আজকে বলতে পারব তা জানি
সেদিন তুমি ছিলে খুব কাছে
আজ তুমি দূরে, অপেক্ষা ছাড়িনি।
অপেক্ষা হয়ত শেষই হবেনা
তাতে ক্ষতি নেই, আশা তো থাকবে
মন কেন হয়ে থাকে উদ্বায়ী!
যথার্থ সময়ে কথাকে ঢাকবে।
সঠিক সময়ে ঠিক ঠিক কথা
যদি হয়ে যেত সমাজের বুকে
দুই পক্ষই হয়ে যেত খুশী
কেউ হারাত না নিজের প্রিয়াকে।
অপেক্ষাতেই থেকে যাব আমি
বলার সময় না পেলেও আগে
সেই কথা বুকে ধরেই রাখব
অন্তে থাকবে সেই কথার বলয়।
সুবীর সেনগুপ্ত