//সামঞ্জস্য//

এই ক্ষণে অশান্ত কিছু কিছু মন
বোধহয় হয়েছে কোন কাজে বিভ্রান্ত
হওয়াটাই স্বাভাবিক, এতে নেই সন্দেহ
এই ক্ষণে কি ঘটবে, কেউ কি তা জানতো!

এই ক্ষণ উচ্ছল কিছু কিছু মন
সেইসব মন গুলো এটাই তো চায়
এমন চাওয়াও হবে খুব‌ই স্বাভাবিক  
নিরন্তর খুশী নিয়ে মানুষ থাকতে চায়।

কিছু মন ভালো থাকে, আর কিছু নয়
এরকম না হলে তো, মন যায় চিন্তায়
সুষমতা ধরে রাখা প্রতি জীবনের মাঝে
তা হয় না, হবেও না অন্তত এই ধরায়।

সামঞ্জস্য থেকে যায় এই ধরার বুকে
কী ভাবে তা ঘটে সেটা বোঝা মুশকিল
কারো ক্ষতি না হলে কি কারো লাভ হয়!
বেশী আর কম ভাগ করেই তো হয় মিল।

কেন মন অশান্ত! ভাবলেই বোঝা যায়
উপচে পড়া খুশি, তাও কারণেই হয়
যে কারণ নিয়ে আজ আমার জীবন
কাল সেটা থাকবে না, মানতেই হয়।

উঁচুতে উঠলে পরে, নামতে হবেই নীচে
কেবল উঁচুতে ওঠা, হওয়াটাই দুষ্কর
গরম বাড়লে পরে, ঠান্ডাও আসবে
হয় আর নয় নিয়ে গড়বেই পুষ্কর।

গালি দিলে কখনো তো নিতে হবে গালি
অসৎ উপায়ে আয় নিয়ে নেই সম্প্রীতি
আজকে যা করছি, কাল বিপরীত ফল
চলতে থাকছে পৃথিবীতে এই গুঢ় নীতি।

থাকবে না অশান্ত চিরদিন এই মন
শান্ত হবেই হবে, অলিখিত নিয়মে
উচ্ছলতার শেষ নিশ্চয়ই আসবে
জীবনের চলা হবে অন্বয় ধরমে।

সুবীর সেনগুপ্ত