//সাহায্য একটি কাজ খুব সাধারণ//
মানতে না পারো যদি
আসতে হবে না সাথে
কী করবে ভেবে নাও নিজে নিজেই
আবার এসো না কিন্তু আমার কাছেই।
ছোট বড় সহায়তা
সকলেই নিতে চায়
এই কাজ হয়ে গেছে অবশ্যম্ভাবী
না পাই বা পেয়ে যাই, সে এক ছবি।
শব্দ লিখতে পারি
কাজ নয় আহামরি
কী কী দরকার লাগে বাঁচার জন্য!
বাঁচতে লাগেই লাগে অনেক পণ্য।
পণ্যের ছড়াছড়ি
প্রায় সব দরকারী
যা যা আনি, সংখ্যাটা খুবই নগণ্য
অর্থ না থাকলে, সংগ্রহ বিপন্ন।
নিত্য খাবার চাই
রুচিমতো নিয়ে নিই
এছাড়া যা লাগে সেটা নিশ্চিত জল
বাকী পণ্যের পাওয়া অদল বদল।
সকলে খাবার খায়
সকলে রোজ কী পায়!
সহায়তা নিতে হয় বাঁচাতেই প্রাণ
অনেক সংগঠন করে যায় দান।
সহায়তা গরীবের
ভাবনা সব ভুলের
সবার জীবনে সহায়তা লাগবেই
কে করবে প্রতিবাদ, চাই জানতেই।
আমি যদি গ্রহীতা
আর কেউ হবে দাতা
দাতা কী শুধুই হবে ধন আর পণ্যের!
সহায়তা হতে পারে দাতার অনুভবের।
সহায়তা নিতে যাওয়া
তাঁর কথা মেনে নেওয়া
এই কথা স্বাভাবিক, তাই মনে হয়
সম্মানে কালো দাগ স্বীকার্য নয়।
সমাজে সকলে থাকি
অরণ্য দূরে রাখি
একে অপরের তরে, সেটাই কারণ
সাহায্য করা কাজ খুব সাধারণ।
সুবীর সেনগুপ্ত