//রূপান্তর নয় রুপান্তরণ//
আকার বদল যদি করা যায়
মাছি কী চাইবে মানুষ হতেই!
বাঘ ছাড়বে কী তার প্রতিপত্তি!
মরু ছেড়ে উট যাবে কী জলেই!
রূপান্তরের কথা ভাবলেই
মনে এসে যায় প্রাণী গিরগিটি
বদলায় রঙ, তার ইচ্ছা মতন
থাকে গিরগিটি, এই কথা খাঁটি।
রূপান্তর কী হতেই পারে না!
কী রূপান্তর! সেটা জানা চাই
রূপ এর বদল আমরা তো করি
তার প্রয়োজনে কারণ থাকেই।
বিনোদন ঢুকে গেছে সব মনে
চাইছে নাটক যাত্রা সিনেমা
এতে চলে রূপ বদলের পালা
মাপা হয় অভিনয়ের মাত্রা।
অভিনয় করে পাই হাততালি
কখনো কখনো পাই গালাগালি
মানুষ ছিলাম, তাই থেকে যাই
রূপান্তরের সব গুড়ে বালি।
অবস্থান্তর খুব করা যায়
পরিবর্তন, তাও হয়ে যায়
কিন্তু রূপান্তর তা তো নয়
এর বেশী কিছু বলাই কী যায়!
রূপান্তর কী হ্য় রুপান্তরণ!
তা নয় তা নয় জ্ঞান সাধারণ
আকার হয় না পরিবর্তন
রূপান্তর এক মেকী প্রকরণ।
প্রতিটি অঙ্গ বদলে যাবেই
স্বাভাবিক ভাবে আর তা হবেই
সময়ের খেলা খেলবে সময়
বদল যাবে না রূপান্তরেই।
সুবীর সেনগুপ্ত