//ঋতু নিয়ে কথা//
ভেজা ভেজা শ্রাবন মাসের এই দুপুর
সাঁঝেও ভিজবে, ভিজে বাজবে নুপুর
ঘন রাত্রিতে বাদলের ঝমঝমানিতে
মনে জেগে ওঠে গুন্ গুন্ বাদলের সুর|
,
আষাঢ় মাসের যেই আগমন হলো
বিস্তৃত নীল আকাশ বদলে গেল
টুকড়ো টুকড়ো কালো কালো মেঘগুলো
বৃষ্টি আসছে, নীরবে জানিয়ে দিল|
এই পৃথিবীতে ছয়টি ঋতুর বাহার
ছয়টি ঋতুই এই প্রকৃতির সম্ভার
প্রতিটি ঋতুর প্রভাব প্রাণের উপর
খুব মানানসই নিয়ম বিধাতার|
গ্রীষ্ম বর্ষা শীত এই তিন ঋতু
তিন ঋতু নিয়ে আমরা কী খুব ভীতু!
ভীতু না হলেও, কখনো তো আসে ভয়
আছেও অনেক অনেক ভয়ের হেতু|
প্রখর গরমে হয়ে অতিষ্ট যখন
করতেই থাকি বর্ষার অভিযাচন
অবিরাম বারিধারায় জাগে আতঙ্ক
তখনি তো চাই হোক শরতের আগমন|
শরৎ এবং হেমন্ত এই দুই ঋতুতে
শান্তি এবং স্বস্তি আসে ছুটে ছুটে
ধীরে ধীরে অনুভবে সাড়া দেয় শীত
আমেজ নষ্ট হয় প্রোকোপিত শীতে|
মানুষ তো চায় গ্রীষ্ম বর্ষা এবং শীত
তাপ জল আর ঠান্ডা মানুষের মীত
সবকিছু চাই পরিমিত পরিমাণে
বেশী হলেই তো প্রাণ হয়ে যায় চিৎ|
বাকী রয়ে গেল যে ঋতু সেটা বসন্ত
সকলের প্রিয় এই ঋতু চাই অনন্ত
এই ভাবনা যে সফল হবে না, জানি
ভাবতে ভাবতে চেয়ে দেখি দূর দিগন্ত|
সব ঋতু থাক এই মানুষের আশা
চরমে গেলেই মানুষের মনে নিরাশা
মানুষের হাতে রিতুর নেই নিয়ন্ত্রণ
ক্ষতি না করলে প্রকৃতির, পূর্ণ আশা|
সুবীর সেনগুপ্ত