//দিন ও রাত্রি মনেই স্থাপন//
সেই যে সকাল খুব সাধারণ
সেদিন তাতেই ডুবেছিল মন
সকাল এসে চলেও গিয়েছিল
সেটাই হবে এ তো জানাই ছিল।
সকাল গেলে দুপুর আসবে
মানুষ কী তাই ভাবতে থাকবে!
কেউ ভাবে না, সবাই জানে
এই তো সত্য সাধারণ ভাবে।
সকাল দুপুর বিকেল ও সাঁঝ
চার বেলাতে ভিন্ন মেজাজ
এই মেজাজে সবাই পরিচিত
প্রত্যহ চার বেলাই দিনের সাজ।
সকাল দিয়ে দিন শুরু নয়
প্রত্যুষ আসে শুরুর সময়
লালের আভায় তখন ভূবন
কজনই বা তা দেখতে চায়।
ঊষার আগমনেই তো দিন
আর প্রস্থানে দিনও বিলীন
কে আর ভাবে এই নিয়ে রোজ
এই ভাবনার অবসর ক্ষীণ।
এই নিয়মেই চারটি বেলা
এক নিয়মেই চলছে খেলা
এর বাইরেও খেলা আছে
সেই খেলাতে রাতের বেলা।
রাতের বেলায় কোনো ভাগ নেই
শুরু ও মাঝ, শেষ বলে যাই
এও তো সত্য দিনের মতন
ভাবনা কী আর এতেও জড়াই!
কখনো একটা সকাল বিশেষ
বিকেল দুপুর তাও হয় বিশেষ
বিশেষ রাত্রি বাদ যায় নাকি!
বেশীর ভাগ তো সাধারণে পেশ।
রাত্রি ও দিন প্রকৃতির দান
প্রকৃতির মাঝে মানুষের স্থান
কোনো হেরফের কখনো হবে কী!
বুদ্ধু হবই করে অনুমান।
দিন ও রাত্রি হয়েছে স্থাপন
স্থাপনের স্থান প্রত্যেক মন
হারাবে না এ তো সব্বাই জানি
জানি বলেই তো শিথিল বাঁধন।
সুবীর সেনগুপ্ত