//রাজনীতি এক ব্যতিক্রমী নীতি//
চুরি করবই, এভাবেই চলে
তোমরা দিয়েছ অধিকার
ইয়ার্কি নয়, এটাই সত্য
দিয়েছ যে ভোট বারবার|
আমরা তো রাজনৈতিক দল
মন আমাদের গণতন্ত্রে
ভিক্ষা পাত্র নিয়েই ঘুরেছি
ভোট পেয়ে যেতে জনারণ্যে|
ভোট দিয়েছিলে, কেন কী কারণে!
এমন প্রশ্ন উঠতেই পারে
বিশ্বাস করে আমাদের কথা
সুখ নিঃশ্বাস বুক ভরে ভরে|
জেতাবার পরে পারলে বুঝতে
সেই সিদ্ধান্ত সঠিক ছিল না
পাচ্ছ না সেবা, যা পাওয়ার কথা
এখন বোধহয় ভাবছ ছলনা|
জনগণ বোকা, সহজ সরল
খুশী হয়ে যায় মিঠে কথা শুনে
বারবার করে সেই একই ভুল
অতীত রাখতে চায় না যে মনে|
আসলে তোমরা কিছুই বোঝোনা
রাজনীতি এক অদ্ভুদ নীতি
এই নীতি জুড়ে সেবা তো আছেই
তার সাথে আছে চৌর্যবৃত্তি|
এই চৌর্যবৃত্তি নয় সাধারণ
এই চুরি হলো খুব অসাধারণ
এতে জুড়ে আছে জনসাধারণ
অজান্তে তাঁরা দেয় অনুমোদন|
কত কাঠখড় পুড়িয়ে পুড়িয়ে
আবেদন করে ইনিয়ে বিনিয়ে
খরচ করেছি দু-হাত বাড়িয়ে
সেসব কী আজ যাবে জলে ধুয়ে!
তোমরা জানোনা, তাই বলে যাও
সবই ছলনা আর প্রতারণা
রাজনীতি করো তবেই তো বুঝবে
দূরে থেকে কিছু যায় নাকি জানা!
তুলতে হবেনা খরচ, বলো তো!
ক্ষমতায় এসে তাই তো করছি
তোমাদের সেবা সেটাও চলছে
তোমাদের অভিযোগ তো শুনছি|
গনতন্ত্রের পাঠ পড়ে পড়ে
শিখছি নতুন বছরে বছরে
রাজার নীতির মানেই ভিন্ন
আলোচনা এখানে যায় মরে|
পাঁচটি বছর সময় দিয়েছ
পাঁচটি বছর বেশী তো হবেনা
যা করার এই সময়েই করা
অনুরোধ করি, নালিশ কোরোনা|
কী চাই বলো না, এস একা একা
এসে কথা বলো, হবেনা তো বোকা
বুঝে যাবে কাকে বলে রাজনীতি
বুঝবেই এই পেশা নয় ধোঁকা|
সুবীর সেনগুপ্ত