//রাগের থেকেই আসে আমর্ষ//
বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে
যা খুশী তাই বলেই যাচ্ছে
গরম মাথা, রাগেও ফুঁসছে
জ্ঞানগম্যির ধার না ধারছে।
বলতে বলতে থামল যখন
থমথমে ভাব দেখল তখন
উপলব্ধির হলো আগমন
লজ্জায় লাল মুখের গড়ন।
ফিরিয়ে নেওয়া যায় না বলা
কিন্তু এ তো মান নিয়ে খেলা
সহন করতে হবে অবহেলা
বিকল্প কী খাওয়া কানমলা!
অপব্যবহার কথার হলে
নিজেই নিজের রূপ দেখালে
সেই রূপে রাগ স্মরণ করলে
গালি দিয়ে আসর ভাঙলে।
যে যাঁর নিজের রাগের মালিক
মালিকনার ইচ্ছা কী ঠিক!
রাগের মালিক হওয়াই বেঠিক
কারণ, রাগ যে ক্ষতির ঝিলিক।
সবার মনেই রাগের স্পর্শ
দমন করতে পারলে হর্ষ
অন্যথাতে শুধু বিমর্ষ
রাগের থেকেই আসে আমর্ষ।
সুবীর সেনগুপ্ত