//রাগ হোক মৃদু//

রাগ থেকে অভিযোগ
বিনাকারণের যোগ
কেন মিছে অভিযোগ প্রয়োজন!
জানি রাগ হতে পারে
অনেক কারণ ধরে
নেই প্রয়োজন কোনো আয়োজন।

রাগ নয় কোনো বাগ
কামনায় কিছু দাগ
রাগের মধ্যে নেই বাছাবছি...
কামনা কী চায় দাগ!
ভাবনা সত্যি নয়
কিন্তু রাগ তো থাকে কাছাকাছি।

কেউ কিছু বলে দিলো
রাগ মনে ঢুকে গেলো
রাগ কী হতেই পারে স্বতন্ত্র!
রাগ স্বতন্ত্র নয়
সদাই গড়তে হয়
মানুষ গড়ার এক যন্ত্র।

রাগ থেকে জাগে ক্রোধ
তখনই হারায় বোধ
বোধ হরালেই হবে সর্বনাশ...
সংযম রাখলেই
রাগ যাবে হারিয়েই
রাগ হারালেই আর নেই ত্রাস।

উষ্মা প্রকাশ করে
রাগ রেখে দূরে দূরে
চলাই কী নয় শ্রেয় জীবনে!
আরো ভালো চুপ হওয়া
না করে প্রতিক্রিয়া
রাগ হবে নির্জিত মননে।

সুবীর সেনগুপ্ত