প্রয়োজন শেষ, আর কথা নয়
যে কথার প্রয়োজন ফুরিয়েছে
সেই কথা বলে কেন যে বিবাদ
আজ যে কথার আছে প্রয়োজন
সেই কথাতেই জাগুক-না নাদ।
অতীত বর্তমান ভবিষ্যত
ছুটবেই কথা ভিন্ন গতিতে
অনেক কথার অনেক উৎস
উৎসের কাল প্রতিটি ঋতুতে।
উৎস অশেষ ঈশ্বরের কৃপায়
তা না হলে গড়া অন্য উপায়ে
তা নিয়ে আজকে নয় আলোচনা
আজকের কথা প্রয়োজনকে জড়িয়ে।
প্রয়োজন নেই বুঝব কী ভাবে!
সকলের প্রয়োজন এক হয় না
তাছাড়া, সবাই নেই সব কথাতে
প্রয়োজন ঠিক প্রযোজ্য হয় না।
দুজনের কথোপকথন হলেই
দুজনেই জানে কথার বিষয়
দুজনে বলবে নিজ ধারণাতে
কথা শেষ হবে একটা সময়।
দুজনেই রাজী হলে কথা শেষ
তারপরে সেই বিষয় আড়ালে
আবার যদি কথা সে বিষয়ে
তখনই তো কথা অকারণ দলে।
কথা প্রয়োজন প্রতি মানুষের
কোনো প্রেক্ষিতে শেষ প্রয়োজন
এই উপলব্ধি হয় প্রতিদিন
এ কথা মানারও হয় প্রয়োজন।
ক
প্রেমিক হারিয়ে গিয়েছে যখন
প্রেমিকা কী যাবে পুরোনো কথায়!
নতুন প্রেমিক, কথাও নতুন
অতীতের কথা ইতিহাসে যায়।
প্রয়োজনহীন কথা বলব না
এই তো করেছি আমি মনঃস্থ
কখনো আমিও করে ফেলি ভুল
ভুল স্বীকার করি, হই না দুস্থ।
বয়সের সাথে কমে প্রয়োজন
কম হয়ে যায় কথার সংখ্যা
এই কম হওয়া অন্যরকম
অল্প বয়সে তা নয় তা নয়।
সুবীর সেনগুপ্ত