//প্রয়োজন নয় ধনের আধার//
পূর্ণ করছি পাপ দিয়ে ঘড়া
কত ঘরা আছে সংখ্যাতে ধরা!
কোন সংখ্যাই নয় পর্যাপ্ত
দরকার মতো ঘড়া হবে গড়া।
ঘড়া ভরে ভরে রাখা হতো ধন
রাখত রাজারা, করত যতন
এই তো উপায় ছিল পুরাকালে
ইতিহাস ঘেঁটে জেনে গেছে মন।
আজকের ঘড়া অন্য রকম
পাল্টে গিয়েছে অনেক নিয়ম
বাড়ীতে রাখার বহু সমস্যা
চুরি ডাকাতির ভয় নয় কম।
আয় যদি হয় খুব সৎ পথে
রাখতে হয় না কাউকে বাড়ীতে
জমা রাখবার নতুন প্রণালী
অনেক সুবিধা এই প্রণালীতে।
সৎ পথ ধরে করছি না আয়
নব প্রণালীতে রাখা হবে দায়
তাই তো মাথায় ঘুরছেই ঘড়া
ঘড়া নেই তাই পেটিকা সহায়।
শত সহস্র ভয় নিয়ে মনে
পাপের যে আয় রাখছি যত্নে
এ যে অন্যায় সে তো আমি জানি
তাও তো এ পথ বারবার টানে।
মনের মধ্যে ত্রাহি ত্রাহি রব
এই বুঝি ধরা পড়ি, যায় সব
একটু পরেই সব ভুলে যাই
পাপ দিয়ে আয় নিয়েই গরব।
ধন সম্পদ হচ্ছে বেনামি
সুখের জীবন হয়ে গেছে দামী
রাতে অবসরে ঘুম যে আসে না
ভাবনায় পাপ, আমি শুধু ঘামি।
জীবন চালাতে লাগবেই ধন
কত পরিমানে, জানা প্রয়োজন
ধন যদি দিতে না পারে শান্তি
কেন যে করব তার আয়োজন!
নিরাপত্তার খুব দরকার
তা কি দিতে পারে ধনের আধার!
আমদানি হোক, তবে সোজা পথে
খুলে যাবে বহু শান্তি দ্বার।
সুবীর সেনগুপ্ত