//প্রয়োজন মতো কারণ কাটব//

পারছি না এক কারণ কাটতে
বাধ্য হচ্ছি সেটাই মানতে
বলছি না কেন কারণটা কী!
সেটা না জানলে পারি কি ভাবতে!

প্রকৃতি মানছে যা মানার সেটা
বহে যেতে হবে বাতাস মানছে
আলো দিতে হবে মানছে তপন
তাপ দিতে হবে তাও তো মানছে।

নিজের যা কাজ করেই চলেছে
প্রকৃতি নিয়ম মেনেই চলেছে
আমরা কি চলি নিয়ম মেনেই!
চলি না, সেটাও জানা হয়ে গেছে।

কা কা রবে কাক জানান দিচ্ছে
দূরে নেই ভোর এবার আসছে
ভোর হতে হতে পাখিরা ডাকছে
এ তো সাধারণ, মানুষ ভাবছে।

নিয়ম মানছে প্রবাহিত নদী
নিয়মে সাগর নদীকে টানছে
তোমার আমার কথোপকথনে
অনেক বিষয় সামনে আসছে।

বিষয় সামনে সবাই শুনছি
বিষয়ে যুক্তি ভরেও দিচ্ছি
কী স্বীকার্য! কার স্বীকার্য!
কথা শেষ হলে জেনেও যাচ্ছি।

কারণ তোমার কারণ আমার
মানা বা না মানা নিজের ব্যাপার
না মানলেই তো কাটব কারণ
দেখাব যুক্তি যা যা ক্ষুরধার।

তুমিও খুঁজবে আমিও খুঁজব
উচিত কারণে মাথাও ঘামাব
উচিত কারণ কেউ কাটবে না
সমবেত ভাবে কারণ মানব।

সুবীর সেনগুপ্ত