//প্রত্যেক মন জীবনের মালি//

মুছে যায় নাকি সুর মন থেকে
ভালো লেগেছিল যেই সুর!
হয়ত আসে না অহরহ মনে
তবে হামেশা কী থাকে দূর!

কোনো সুর আসে একদিন মনে
মন্দ লাগলে থাকে না স্মরণে
আবার শুনলে পড়ে না প্রভাব
মন যা চায় না, ভেসে যায় বানে।

হাজার হাজার সুর মুছে যায়
তার থেকে বেশী কথা উবে যায়
এত একগুঁয়ে কেন হয় মন!
এটাই মনের সহজ ধারায়।

মন হলো মন, খুব অসাধারণ
কী ভাবে হয়েছে মনের গঠন!
আগেও উঠেছে এমন প্রশ্ন
ধরে কী নিয়েছি সব অকারণ!

আমার মন কী আমার জীবন!
জীবন তো জীব, বলা কী বারণ!
জীব বললেই সামনে শরীর
জীবন তাহলে শরীর ও মন।

যদি বলি এই মন এক স্বত্বা
কী করে যে হবে! মন নয় বক্তা
খুব প্রভাবশালী, এ তো মানবই
গরজে হবই মনের প্রবক্তা।

মূল্যবান ও খুব প্রভাবশালী
প্রত্যেক মন জীবনের মালি
অপ্রয়োজনীয় রাখতে চায় না
দরকারে করে স্মৃতির গঠন।

মন স্বীকার্য, কার সন্দেহ!
আকারবিহীন মনে আগ্রহ
মনে হয় মন প্রকৃত জীবন
থাকে নেপথ্যে, সেরা সংগ্রহ।

সুবীর সেনগুপ্ত