//প্রত্যেক ক্ষণে ভাবনাই মূল//
তোমাকে চাইনা, এই শেষ কথা
কেন চাইছি না, বলতে চাই না
যুক্তি তর্ক আনতে চেও না
এতে ফল কোনো ভিন্ন হবে না।
তুমি কী চাইছ, আবার বোলো না
কারণ, আর আমি শুনতে চাই না
ভাবনা ইচ্ছা দুটোই স্বাধীন
এই স্বাধীনতা কাড়তে পারো না।
ভাবছি না আমি নিজেকে বাদশা
নেপথ্যে খুঁজো না আমার কী দশা
আসলে আমি যে আমার ভাবনা
ভাবনা দিয়েই মেটাই পিপাসা।
সকল হৃদয়ে ভাবনাই মূল
আগে যাওয়া সে তো ভাবনার পরে
যেমন ভাবনা, তেমনই ক্রিয়া
অন্যথা হলে, ক্রিয়াও বেসুরে।
অতীতের কথা, আজকের কথা
একই থাকবে, সেটা যে হয় না
কথা বদলাবে, মানে পাল্টাবে
যতই বিষয় অভিন্ন থাক-না।
পরিস্থিতিকে মেনে নিতে হবে
কী প্রসঙ্গ, দেখতেও হবে
তারপরেই তো হবে বিবেচনা
অবশেষে বলা ঠিক পথে যাবে।
সব নির্ণয়, শেষ কথা নয়
কিছু শেষ কথা, কিছু বদলাবে
বদলানো ভুল, কী করে বলব!
কদাচিৎ ভুল হয়ত বা হবে।
সেদিনের তুমি, সেদিনের আমি
কথাগুলোতেও ছিল ঔপম্য
বহু দিন পর সামনা-সামনি
সেদিনের মতো সব নয় রম্য।
তোমার ভাবনা এখন যে পথে
আমার ভাবনা তার থেকে দূরে
না দোষ তোমার, না দোষ আমার
অমিল ভাবনা মিলবে না সুরে।