//প্রতিযোগী হওয়া মানে নয় প্রতিদ্বন্দ্বী//

জয় পরাজয় নিয়ে কেন এত চিন্তা!
এই চিন্তার থেকেই কি প্রতিযোগীতা!

প্রতিদিন থাকে জীবন খেলায় মত্ত
জয় পরাজয় কাঁদায় হাসায় চিত্ত।

প্রতিটি কাজেই প্রতিযোগীতার স্পর্শ
এভাবে কেটেছে শত শত বহু বর্ষ।

ভোরবেলা উঠে কেন করি হাঁটাহাঁটি।
শরীরের সাথে লড়াই করতে খাঁটি।

একটার পরে একটা প্রশ্ন জাগছে
তবে কী জীবন প্রতিযোগীতায় ডুবছে!

ভালো করে আমি আবার পড়ব বুঝব
নিজের সাথেই প্রতিযোগীতায় ডুবব।

প্রেমিক চাইছে ভালোবাসা প্রেমিকার
মন জিতলেই পেয়েও যাবে পুরস্কার।

লেখাপড়া করে দিতেই হবে পরীক্ষা
একি নয় এক প্রতিযোগিতার দীক্ষা!

আমরা সকলে প্রতিযোগী, তাই মনে হয়
কি কেন থাকবে এই ভুল ধারণায়!

প্রতিযোগী হলে, হয়ে যাবে প্রতিদ্বন্দ্বী
তার সাথে করা নয় কখনোই সন্ধি।

একাকীতে কাজ, হয় নাকি প্রতিযোগীতা!
এর ব্যাখ্যা কি পেতে পারে সত্যতা!

নিজেই নিজের সাথে থাকি প্রতিযোগীতায়
কাজ হোক আরো উত্তম, যদি মন চায়।

নয় শুধু ক্রীড়া, কিংবা শিক্ষা-দীক্ষা
প্রত্যেক কাজে প্রতিযোগীতার সমীক্ষা।

কোন মনে নেই প্রতিযোগীতার ভাবনা!
সেই মন হবে অনন্য কিংবা অনন্যা।

নিশ্চিত আছে প্রতিযোগীতার প্রয়োজন
প্রতিযোগীতার থেকেই তো হয় উন্নয়ন।

প্রতিযোগী হওয়া মানে নয় প্রতিদ্বন্দ্বী!
যেমন হয় না প্রত্যেক ফুল সুগন্ধী।

প্রতিযোগী হব, হতে চাইব না অরি
এ ভাবেই চলে অনেক বন্ধু গড়ি।

সুবীর সেনগুপ্ত