//প্রথমে জীবন, তারপরে কাজ//

কাজের স্বরূপ জানা প্রয়োজন
তারপরে করা তার আয়োজন
কর্ম এগোবে নেই সন্দেহ
কাজ শেষ হলে এসে যাবে ধন।

শুধু ধন নয়, আরো কিছু আসে
কাজ ভালো হলে মনে খুশী ভাসে
সাথে সাথে হয় জ্ঞানের বৃদ্ধি
পরিতোষ ছুটে এসে যায় পাশে।

যথাযথ করে তুলতে জীবন
কর্মের চাই ঠিক প্রকরণ
সেটা পেয়ে গেলে কীসের চিন্তা
সেই পদ্ধতি সঠিক সাধন।

বর্ধিত জ্ঞানে মন প্রফুল্ল
মনে আনন্দ হয় না তুল্য
কাজের অন্ত দেখতে পারলে
তৃপ্তির স্বাদ হবে অমূল্য।

যা আবশ্যক তাই পেতে হবে
বলছি না আমি কেড়ে নিতে হবে
সৎ পথ ধরে হতে হবে পাওয়া
আর সেটা হলে ভাব অনুভবে।

চেতনা প্রতীতি জ্ঞান ধীশক্তি
এই সব হলো মনের শক্তি
ভাবতেই হবে আসবে কী ভাবে
পথ দেখা দেবে থাকলে ভক্তি।

অনেক লিখেছি আর লিখব না
কেন এ জীবন! নিয়ে ভাবব না
আমার ভাবনা খুব কি জরুরী!
জীবন নিয়ে যে ভাবনা থামে না।

জীবন জরুরী, খুব মূল্যবান
এই ভাবনাই পায় সম্মান
কাজ কি জরুরী! জানার ইচ্ছা
জানলে করব খুশি কলতান।

জীবন এবং কাজের তুলনা
হাসির খোরাক না হয়ে পারে না
কাজ কী থাকতো জীবন না হলে!
কিন্তু জীবন কাজ কি চায় না!

এ তো ঠিক কথা জীবন শীর্ষে
তারপরে কার হতে পারে স্থান!
সেই স্থানে কাজ, আমি মনে করি
যদি নাও মানো, দেগো না কামান।

কাজের মধ্যে জড়িয়ে রয়েছি
ধ্রুব সত্য এ কথাকে মেনেছি
কোন ক্ষণে কাজ করছি না, বলো!
উপলব্ধির চাকর হয়েছি।

কাজ চাই, আরো বেশি করে চাই
ভালোবেসে কাজ করতেই চাই
আসক্তি আর আবেগ জড়িয়ে
প্রত্যেক কাজে সফলতা পাই।

সুবীর সেনগুপ্ত