//প্রথম থেকে শেষ//
শিশু হাসে খিলখিল
মার হাসি ভরা ঝিল...
শিশু দেয় হামাগুড়ি
মার চোখে ওড়ে ঘুড়ি...
শিশু হাঁটে পায়ে পায়ে
মা'র চোখ থাকে চেয়ে...
শিশুর প্রথম কথা
মা'র কানে হয় গাঁথা...
শিশু বাড়ে ধীরে ধীরে
মা'র স্নেহ থাকে ঘিরে..
শিশু যুবকের বেশে
মা'র খুশি যায় ভেসে...
যুবক সে পরিণত
মা'র কথা প্রায় মৃত...
যুবক বাইরে যায়
মা'ও থাকে চিন্তায়...
যুবকের সাথী হয়
মা'র চিন্তায় ভয়...
যুবকের হয় পেশা
মা'র স্বতন্ত্র নেশা...
যুবক আর মায়ের
দূরত্বে হেরফের...
যুবকের মন ঘোরে
সেও এক প্রেমে পড়ে...
যুবক বদলে যায়
মা'র মনে সংশয়...
যুবকের দুই পাশে
দুই নারী চেপে বসে...
এই চাপে নেই তাপ
মনস্তত্ত্বে ছাপ...
যুবক শহর ছাড়ে
অন্য চাকরি ধরে...
একদিন চলে যায়
মা তাকে দেয় বিদায়...
মা'র দুই চোখে জল
সেও হারায় বল...
শিশু আর শিশু নেই
স্বতন্ত্র জীবনেই,,.
বিদায়ের পরে পরে
কথা চলে ফোন ধরে...
একদিন ফোন আসে
এ নয় মায়ের গলা...
ধক ধক করে মন
গলা কাঁপে ঠন ঠন...
প্রতিবেশী কথা বলে
চুপ করে শুনে চলে...
বোঝা তার হয়ে যায়
মা আর নেই ধরায়...
যুবক কাঁদতে থাকে
মা'র মুখ মন ঢাকে...
সময় গড়িয়ে যায়
জীবন এগিয়ে যায়...
এগিয়েই যেতে যেতে
স্মৃতি টেনে আনে পাতে...
সেই দিন আসে কাছে
সে যায় মায়ের কাছে।
সুবীর সেনগুপ্ত