//প্রতীক্ষা থাকবেই//
প্রতিদিন করে করে প্রতীক্ষা
হয়ে যায় সময়ের অপচয়
যদি শেষ হয়ে যেত প্রতীক্ষা
বাঁচত সময় বলাই তো যায়।
কেন করি প্রত্যহ প্রতীক্ষা!
করি কী করতে নিয়মরক্ষা!
এ কী ভুল নাকি ঠিক, দুবিধায়
এত ভেবে ভেবে হয় কী শিক্ষা!
জীবন সমানে চলতেই থাকে
কখনো খুশীতে, কখনো বিপাকে
কখনো হটাৎ হয়ে যায় শেষ
আবার কখনো বিরক্তি ঢাকে।
দিনে প্রতীক্ষা, রাতে প্রতীক্ষা
খবর জানার হয় অপেক্ষা
দীক্ষার পরে জপে প্রতীক্ষা
শিক্ষার পরে আয়ে প্রতীক্ষা।
নিজের স্বার্থে করা প্রতীক্ষা
স্বর্থবিহীনও হয় প্রতীক্ষা
কভু হয়ে যায় সমাজ সেবায়
ঘুমের জন্য প্রতীক্ষা কাঁদায়।
শুধু প্রতীক্ষার নয় যন্ত্রণা
সাথে অপেক্ষা দিয়ে থাকে তানা
যে যাঁর মতোই করে বিশ্লেষণ
দুটোর কোনোটা হয় না কামনা।
একটা জরুরী প্রতীক্ষা নারীর
মাতৃত্বের স্বাদেই অধীর
পরোক্ষে পুরুষের অপেক্ষা
অন্তে সময় আসেই খুশীর।
সুবীর সেনগুপ্ত