//প্রকৃতির আনুকুল্য তো চাই//
আষাঢ়ের আগমন যেই হলো
সুনীল আকাশ মেঘ ঢেকে দিল
কালো মেঘ সব টুকড়ো টুকড়ো
বরষা আসছে জেনে ভালো লাগলো।
ভেজা শ্রাবণের আজ এই দুপুর
গোধূলিতে ভিজে বাজবে নুপুর
রাতে বাদলের ঝমঝমানিতে
মনে গুনগুন বাদলের সুর।
ভুবনে ছয়টি ঋতু দুই মাস
ছয় ঋতু নিয়ে আমাদের বাস
ঋতুর প্রভাব সবার উপর
এই প্রভাবেই নিয়ে থাকি শ্বাস।
গ্রীষ্ম বর্ষা শীত তিন ঋতু
তিন ঋতু নিয়ে আমরাও ভীতু
ভীতু না হলেও আছে কিছু ভয়
কেন যে হবো না ভীতু, আছে হেতু।
দুঃসহ তাপে অতিষ্ঠ যখন
করে থাকি বর্ষার অভিযাচন
অবিরাম বারিধারায় আতঙ্ক
চাই হোক শরতের আগমন।
শরৎ এবং হেমন্ত ঋতুতে
শান্তি স্বস্তি আসে ছুটে ছুটে
ধীরে ধীরে অনুভূতিতেই শীত
আমেজ নষ্ট প্রকোপিত শীতে।
মানুষের চাওয়া গ্রীষ্ম বর্ষা
নিশ্চিত থাকে শীতেরও আশা
চায় সব থাক সীমার মধ্যে
সেটাই হয় না তাই তো নিরাশা।
প্রকৃতি দেবতা বলতে পারিনা
প্রকৃতি অমর তাও তো মানিনা
তবে প্রকৃতির আনুকূল্য তো চাই
প্রকৃতি না হলে জীবন বাঁচে না।
কতটুকু জানি এই প্রকৃতির!
খুবই সামান্য, তাও তো অধীর
প্রকৃতির কোনো ক্ষতি না করলে
হবেই প্রকৃত নিশ্চিন্ত এক নীড়।
সুবীর সেনগুপ্ত