//প্রকৃতি করলে শাসন, সেটা মানতেই হবে//

থামতে পারে না প্রকৃতির দুর্যোগ
আসবেই জানি করব কেন প্রতীক্ষা
এত অনুসূচী, ভাবনা কী আসে মনে!
মন তোলপাড়, দুর্যোগ এলে সামনে।

বৈশাখ, সাথে নিয়ে আসে বৈশাখী ঝড়
আরো একবার প্রকৃতির কাজ স্মরণে
কখন যে মেঘ কোনখানে কালো হবে!
আষাঢ় শ্রাবণে মেঘ কালো হবে গগনে।

কালো মেঘ দেবে প্রবাহিত বারিধারা
কেন হব প্রতি বছরেই দিশাহারা!
আসবেই জানি প্রবাহিত জল সাগরে
নদী পথে জল খেলবেও খুব আদরে।

নদী পথ ঘিরে মাটি হয়ে যাবে উর্বর
দিতেই হয় না কাউকে এই খবর
যখন যেমন হয়ে গেছে পরিস্থিতি
তখন তেমন নিয়মের উৎপত্তি।

এসেছিল কোভিডের সংক্রমণ
শক্ত বিধি নিষেধ হয়েছিল জারী
কোভিড তো নয় কালবৈশাখী ঝড়
এমন পরিস্থিতিতে জীবন ভারী।

সমস্যা এলে, করতে হবে পরাস্ত
নতুন নিয়ম করবেই আনাগোনা
দেশ বা সমাজ মানে শুধু জনতা
জনতা চায় না অনাকাঙ্ক্ষিত ঘটনা।

অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, ঘটবে
এটা হোক শেষ ভেবে পাই সান্তনা
যা হওয়ার নয়, তাও কেন আসে মনে!
আশা নিয়ে বাঁচা প্রতি মানুষের কামনা।

যদি থেমে যেত প্রাকৃতিক দুর্যোগ
হারিয়েও যেত মানুষের বহু রোগ
কি নিয়মে চলে প্রকৃতি! এখনো অজানা
জানিনা যখন, দুর্যোগে খুঁজি উপভোগ।

জীবন চালাতে চাই প্রকৃতির দান
অকৃপণ হাতে দিয়েই চলেছে প্রকৃতি
শাসন করলে, সে শাসন হবে মানতে
এই শাসন থেকে পেতে হবে নব নীতি।

সুবীর সেনগুপ্ত