//প্রায় একই ধারা জীবনে নিত্যদিন//

কি করে যে আর বিছানায় থাকি
আকাশে অরুণ দিচ্ছে যে উঁকি
ঘুম ভেঙ্গে গেছে, ক্লান্তিও গেছে দূরে
ডুবতেও হবে অনেক কাজের ভিতর।

নিত্য নিয়ত এই এক ধারা
প্রায় সকলকে করছেই তাড়া
তাড়া খেয়ে এই জীবন চলছে এগিয়ে
বিরক্তি আসে, রাখতেই হয় সরিয়ে।

শুধু দুই দিন প্রতি সপ্তাহে
বিছানা আঁকড়ে থাকি আমি শুয়ে
ঘুম ভাঙ্গলেও, তাড়া নেই আর পিছনে
দুদিন অলস থাকার সুযোগ জীবনে।

শরীর চলবে, চালাতেই হবে
বুদ্ধির সাথে খেলাতেও হবে
প্রত্যেক দিনে এটাই প্রধান কাজ
এটা না করলে, প্রাপ্তি অভাব সাজ।

ঘুমিয়ে ঘুমিয়ে কাজ থাকে বাকি
ঘুম থেকে ওঠা জরুরি বৈ কি
অংশুমালীর আলোই ভাঙ্গায় ঘুম
উঠে পড়ে কাজে লাগলে, জীবন রুমঝুম।

শুক্রবারের বিছানায় যাওয়া
চিন্তাতে উদ্বেগহীন হাওয়া
সেই রাতে কেন চোখ নয় ঘুমে ভারী!
শান্ত মন যে দেখতে চায় না ঘড়ি।

বিরাম কখনো নিতে তো হবেই
ক্লান্ত শরীর সেটা জানাবেই
অন্যথা হলে শরীর করবে প্রতিবাদ
কাম্য কি সেটা! অযথা হবে বিবাদ।

দুই দিন ছুটি, শনি আর রবি
দুই রাতে আঁকি মনে বহু ছবি
শুক্র এবং শনি হলো সেই দুই রাত
রবিবার রাতে সোম এর তাড়াতে কাত।

শুধু এই দেশে নয় এই ধারা
এই ধারা নিয়ে কাজ হয় সারা
এর বিকল্প আছে নাকি কোনো দেশে!
যদি বল আছে, তা তো শুধু বিশ্বাসে।

সুবীর সেনগুপ্ত