//পরস্পরের পরে নির্ভর//
জীবনের পর জীবন এসেছে
নিত্য ধারায় বহেই চলেছে
ধারা সুন্দর, ধারা নির্মম
মিশ্রিত রূপ দেখিয়ে দিচ্ছে।
জীবন আসবে, জীবন চলবে
নিয়ম মেনেই জীবন ঢলবে
যে নিয়ম গড়ে রেখেছে বিধাতা
বাধ্যতামূলক থামতেই হবে।
শরীর গঠন, প্রাণ আগমন
জীবন, এই দুই এর বন্ধন
একা একা প্রাণ হয়না সচল
একা হয়ে গেলে, শরীর অচল।
একে অপরের পরে নির্ভর
মিলেমিশে পাই বিকশিত ফল
এমন মিলন খুব স্বাভাবিক
বলতেও পারি এ তো প্রাকৃতিক।
প্রাণ শরীরের মিলনের খেলা
উদ্বোধনের ছিল কোন বেলা!
এমন প্রশ্নে ভ্যাবাচ্যাকা খাই
কে দেবে জবাব! সবাই অবলা।
বিশ্বের দরবারে বহু গ্রহ
কোন গ্রহে দেখি প্রাণ অহরহ!
নেই নেই নেই, কোত্থাও নেই
শুধু পৃথিবীতে জীবনের মোহ।
কোথাও ছিল কি লুকিয়ে জীবন!
ডাকলেই, চলে আসবে সামনে
এই মতবাদে নেই বিশ্বাস
এই বিশ্বাস শুধুই স্বপনে।
এসে যায় প্রাণ শরীর গড়লে
কে এই প্রাণের হয় যে প্রেরক!
কিছুই জানিনা, সব প্রহেলিকা
কী দিয়ে যে ঢাকা প্রহেলিকা ছক!
গড়ে তোলা হয় মানব শরীর
স্রষ্টা বোধহয় প্রায় সকলেই
গড়ার কারণ নিশ্চিত আছে
প্রজনন নিয়ে ভাবনা আছেই।
প্রাণ আগমন খুব সাধারণ
আমরা তো তাই ধরেই নিয়েছি
প্রাণ এর প্রবেশ কী ভাবে শরীরে!
এই ভাবনা কী জড়িয়ে ধরেছি!
সুবীর সেনগুপ্ত