//পরিমাণ নয় উদারতার পরিমাপ//

বদান্যতার চরমে পৌঁছে গিয়েছ
প্রমাণ করার কি আর চেষ্টা করছ!

ভেবেই বোসো না তোমাকে করছি খর্ব
আমাদের কাছে তুমি নিশ্চিত গর্ব।

তুমি যে উদার তুমি বলে দেবে নাকি!
চোখ কান খুলে রাখলেই সে তো দেখি।

অকৃপণ মন মহানুভবের পরিচয়
এই পরিচয় শুধুই তোমার নির্ণয়।

যে উদার হয়, এ তার মনের বাসনা
নির্দেশ মেনে কেউ উদার হতে পারে না।

শুধু কি দিলেই বলব উদার মন!
তাই যদি হয়, ব্যাখ্যার আছে প্রয়োজন।

দেওয়ার ইচ্ছা, কিন্তু কপর্দকহীন
জাগ্রত এই ইচ্ছাও মনে হয় বিলীন।

যেটা দিতে চাই, সেটা থাকতে তো হবে
নাকি আমাকেই চুরি করে দিতে হবে!

কেউ দিতে চায়, চাইছে না কেউ নিতে
বিরল ঘটনা, তবুও ভুবনে ঘটে।

না নিতে চাওয়ার কারণ খুঁজতে গিয়ে
বহু প্রশ্নের সাথে আমি যাই জড়িয়ে।

সেই তো ব্রাত্য যে আমার চোখে অসৎ
তার কাছ থেকে নিয়ে খুলব না পথ।

যে নিতে এসেছে সে যদি অসৎ হয়!
তাকে না দেওয়াও কাজ নয় অন্যায়।

তুমি সৎ, এই সমাজে সর্ববিদিত
তাই ছুটে আসে লোক পেতে অবিরত।

সকলেই কেন নয় সৎ এবং দাতা!
এমন হয়ত কখনো চায়নি বিধাতা।

সবকিছুতেই বিধাতাকে টেনে আনি কি!
যা কিছুই করি, নিজ দায়িত্বে নয় কি!

অল্প দেওয়াও বদান্যতার উদাহরণ
আসলে তো থাকা চাই এক দেওয়ার মন।

দাক্ষিণ্য, বদান্যতা বা ঔদার্য
এ কী হবে নাকি প্রত্যহ এক কার্য!

পরিমাণ নয় উদারতার পরিমাপ
উদার মানে তো, স্বচ্ছ মনের ছাপ।

তোমাকে দেখেই শেখার চেষ্টা করেছি
হতে পারব না তোমার মতন, বুঝেছি।

সুবীর সেনগুপ্ত