//পড়া আর লেখা//
খাতা খুলে যদি পেয়ে যাই কোনো লেখা
পড়তে তো পারি এবং আমি তা পড়ি
পড়ার পরেই কিছু হয় বোধগম্য
ভালো বা মন্দ চিন্তায় গড়াগড়ি।
জেনে শুনে কিনি গল্পের কোনো বই
পূর্ব ইচ্ছা টেনে নিয়ে আসে আগ্রহ
সেই আগ্রহে যদি পড়ে যায় ভাটা
নিশ্চিত ভাবে হারায় পড়ার মোহ।
নিজে কিছু লিখি, করেও ফেলি প্রকাশ
তারপরে কেন সেই লেখা নেই মনে!
লেখার মূল্যায়ন কী ঋণাত্বক!
নিজেই জানিনা সিদ্ধান্ত কী কারণে।
আত্মম্ভরিতা পড়ার একটি উৎস
স্বার্থের সাথে ইচ্ছার আছে যোগ
স্বার্থ এখানে মননের কিছু তৃপ্তি
এবং ইচ্ছা কামনা বাসনা ভোগ।
পড়া শুরু করে থামতে চায় না মন
পড়ার মধ্যে ফুটে ওঠে বাস্তব
পড়া শেষ হলে হয় আসে খুব তৃপ্তি
নয়ত বিষাদ এই মনে হয় উদ্ভব।
লেখা ও পড়ার মধ্যে আছে কী মিল
দুটোতেই আছে শব্দের ছড়াছড়ি
হাত চোখ মন একসাথে লেখাতে
পড়ার বেলায় হাত তো অচল হরি।
মানবে সবাই লেখা হলো এক সৃষ্টি
পড়া মানে বুঝি নিছক বিনোদন
মিল খোঁজা ভুল, আমি অন্তত মানব
তবে খুঁজে পাই দুটোতে আকর্ষণ।
সুবীর সেনগুপ্ত