//পকেট শূন্য, তাও বেঁচে থাকা//
পকেট শূন্য, তাও বেঁচে থাকা
প্রাণের যে দাম, সেই স্থান ফাঁকা
কপর্দকহীন বাঁচার যে স্থান
তা নয় শহর, জঙ্গলে ঢাকা।
টাকা টাকা টাকা, অনেক টাকায়
এক ধরণের জীবন গড়ায়
ঠিক বিপরীতে, বিপরীত তান
জীবনের মান আর এক পাতায়।
বাঁচা দায়, এ তো মানতেই হবে
জন্ম হয়েছে জীবন চলবে
কোন ধরণের জীবন চাইব!
মন আমার, সেটা ঠিক করে দেবে।
কত কত টাকা থাকবে পকেটে!
শুধু কী পকেটে, না আরো কোথাও!
না গুনেই বোঝা যায় ব্যবহারে
ধনী গরীবের ভেদ বুঝে নাও।
পকেট হয়না একেবারে খালি
হয়ত পকেটে পাওয়া যায় তালি
পকেট শূন্য হলেও চলবে
জীবন থামে না, থামায় নিয়ে মালি।
বহু মানুষের পকেটই নেই
তাদের বাঁচাতে নির্ভরতাই
জীবন চালানো খুব কী কঠিন!
বোধহয় তা নয়, মানছি কি তাই!
সুবীর সেনগুপ্ত