//পেশা নিশ্চিত চাই//
কে হবে উকিল! জানা যাবে পরে
আপাতত কেউ হতে চাইছে না
এই কারণে কি বলা যায় নাকি
উকিল হওয়াটা নয় এক পেশা!
কেউ হয়ে যায় কখনো আসামী
নিশ্চয়ই তাঁর ইচ্ছাও থাকে
আসামী হওয়াকে বলব কি পেশা!
বললেই তুমি ঠেলে দেবে পাঁকে।
কেউ কী কখনো ভাবতেই পারে
বড় হয়ে আমি হবই আসামী!
এমন ভাবনা যদি কারো হয়
সেই ভাবনা কি হতে পারে দামী!
পেশা একটা তো থাকতেই হবে
কারণ, পেশা যে আয়েরই পথ
কে কোন পেশায় নিজেকে জড়াবে
এই উপপাদন নিজেরই মত।
আয় নিয়ে যদি প্রশ্ন ওঠেই
কর্ম ভাবনা ধাক্কা দেবেই
কোন ধাক্কাটা কে চেয়ে থাকবে
এ তো ইচ্ছার সাথে থাকবেই।
কত রকমের পেশা পৃথিবীতে!
নির্দিষ্ট সংখ্যা পারিনা বলতে
গড়ে যে উঠছে নব নব পেশা
এর কবে শেষ! কে পারে জানাতে!
পাচক নাপিত মালি ফেরিওয়ালা
কামার কুমোর কবি ও লেখক
তালিকা গড়লে, অন্ত পাব না
পূজারী পাদ্রী দেখায় আলোক।
চোর বা ডাকাত আর চিটিংবাজ
এই সব পেশা তদেরই সাজ
সমাজে তাঁদের নেই কোনো স্থান
তারা করে শুধু আঁধারেই রাজ।
পেশাগত কাজ স্বীকৃতি পায়
সমাজ তাঁদের সাথে যেতে চায়
তাঁরা মিলেমিশে দেখায় যে পথ
সেই পথ থাকে সব কামনায়।
সুবীর সেনগুপ্ত