//পাখীরা অবলা, ভাবা অন্যায়//

কিছু না ভেবে কি পাখী যায় উড়ে!
উড়ে উড়ে, পাখী যায় কত দূরে!
কীসের অন্বেষণে যায়! তাই অজানা
পাখীর সঙ্গী হতে পারলেই, হবে জানা।

পাখী করে নাকি, কাজ ভেবে ভেবে
কাজ না করলে, কি করে বাঁচবে!
পরিকল্পনা, নেই নাকি তার মনে!
কিন্তু থাকে তো, পরিকল্পিত বাসস্থানে।

পাখী এক জীব, মানুষেরই মতো
বাঁচার ভাবনা থাকে অবিরত
থাকবে না কেন! এই জিজ্ঞাসা মনে
জবাব খুঁজতে, যাই ধারণার সন্ধানে।

আমরা মানুষ, এখানে ওখানে
শরীরে তফাৎ, নেই কোনোখানে
চলি দুই পা'য়ে, দু'হাতে কর্ম সাধন
উড়তে কী পারি, সব পাখীদের মতন!

উড়তে পারেই, চলতেও পারে
কিচির মিচির, করে দিন ভরে
আমরা বুঝি না পাখিদের কথা
তা কি হবে পাখিদের দুস্থতা!

পাখীদের মন, নিশ্চিত কাছে
প্রমাণ অনেক, আমাদের কাছে
ভাবনা বিহীন কাজের, সম্ভাবনা নেই
পাখীরা করছে কাজ, প্রমাণ সেটাই।

রকমারি পাখী, রকমারি রূপ
থাকে নাকি কোনো পাখী নিশ্চুপ!
হলে হতে পারে, আমার ক্ষুদ্র জ্ঞানে নেই
যুগ যুগ ধরে, পাখীর বিরাজ ভুবনেই।

পক্ষী বলি বা বলছি বিহগ
সমাজে তাদের অবদান যোগ
ছিল, আছে, আর আগেও থাকবে
পাখীরা অবলা, ভাবা অন্যায় হবে।

সুবীর সেনগুপ্ত