//অতি মূল্যবান বিধাতার দান বৃক্ষ//

বৃক্ষ দাঁড়িয়ে ভুবনের বুক জুড়ে
বৃক্ষ খুঁজে যেতেই হয় না দূরে
বৃক্ষের প্রাণ তার নিশ্চল শরীরে
দৃষ্টি ছড়িয়ে আমার ভাবনা গভীরে।

আমাদের প্রাণ বাঁচিয়ে রেখেছে বৃক্ষ
এই জ্ঞান নিতে হোক না ভাবনা সূক্ষ্ম
আমরা বুঝেছি, গড়েই চলেছি বৃক্ষ
বৃক্ষ পাই না খুঁজলে অন্তরীক্ষ।

বৃক্ষ বিহীন ভূমি খুঁজে পাওয়া যায় না
জলেও বৃক্ষ, হয়ত তা দেখা যায় না
অনেক বৃক্ষ একসাথে গড়ে অরণ্য
পশু পক্ষীর নিশ্চয়তার আস্তানা।

বৃক্ষ কারণ শ্বাস-প্রশ্বাস চালাতে
বৃক্ষ কারণ বৃষ্টির ধারা আনতে
বৃক্ষ কারণ খাদ্য দিতেই পাতে
বৃক্ষ কারণ রম্য আবহাওয়া পেতে।

যখন আসেনি প্রাণ পৃথিবীর কোলে
তখন ছিল তো বৃক্ষ ধরার আঁচলে
প্রাণ আগমন তা কী বৃক্ষের ফলে
জানিনা সঠিক, ধারনাই কবলে।

বিধাতার দান বৃক্ষ অতি মূল্যবান
এর থেকে বড় দান কি হবেই প্রাণ!
উপলব্ধি যে হয় নি এখনো অম্লান
কিন্তু বৃক্ষ বাঁচিয়ে রেখেছে সম্মান।

নীরবে দাঁড়িয়ে বৃক্ষ করছে কর্ম
প্রতিটি বৃক্ষ মেনেই চলছে ধর্ম
প্রাণ রক্ষার্থে বৃক্ষ হয়েছে বর্ম
বৃত্তের বিস্তার আমাদের ধর্ম।

জানি মরুভূমি, যেখানে বৃক্ষ কম
আছে কাঁটাগাছ, তাও অনেক রকম
বিধাতার এই পরিকল্পনা অনুপম
বৃক্ষের আনুকূল্য ভীষণ উত্তম।

বাঁচিয়ে রেখেছে বৃক্ষ এই প্রকৃতি
বৃক্ষ কি নয় আমাদের অদিতি!
আনন্দ দেয় বৃক্ষের আকৃতি
বৃক্ষ রক্ষা করাই হোক না নীতি।

সুবীর সেনগুপ্ত