//অসৎ উপায় ডেকে আনে ক্ষতি//
অসৎ উপায়ে করলাম আয়
ওর চোখে দিয়ে ধূল...
পাপের প্রায়শ্চিত্ত করতে
দেবতার পায়ে ফুল।
একবার স্বাদ পেয়ে গেলে, জিভ
সযত্নে দেয় রেখে...
আবার সে স্বাদ পাওয়ার জন্য
ছোটাছুটি থেকে থেকে।
করতে হবেই সবাইকে আয়
এটাই মূল বিষয়
কোন প্রকরণে করবে সে আয়
সেটা নিজে নির্ণয়।
জনে জনে দান করেনি প্রকৃতি
প্রকৃতি শুধুই দিয়েছে
কোনটা কে পাবে, আর কেন পাবে
তা তো উহ্যই রয়েছে।
বিধির বিধানে লেখাও তো নেই
কার অধিকার কীসে
আমরাই গড়ে নিয়েছি নিয়ম
সকলেই মিলেমিশে।
সুযোগ লুকিয়ে প্রকৃতির দানে
তার সহায়তা নিয়ে
করেছি বৃদ্ধি উৎপাদনের
বুদ্ধির বিনিময়ে।
বিধির বিধান নিঃস্বার্থ স্বাধীন
তাই মেনে চালের প্রকৃতি
আমরা যে কেন বদলাতে থাকি
আমাদের রীতিনীতি।
গাছ কেটে আয়, অসৎ উপায়
করি প্রকৃতির ক্ষতি
এর বিনিময়ে কী পাই বলো তো!
ডেকে আনি নিজ ক্ষতি।
তাঁদের রক্ষা করে না দেবতা
যারাই ছেড়েছে সৎ পথ
দেবতার পায়ে ফুল দিলেই কি
পাপ ধুয়ে হয়ে যাবে সৎ!
সুবীর সেনগুপ্ত