//অসৎ কাজের নতুন সংজ্ঞা//
ঘটনার পর ঘটনা ঘটেছে
ঘটেছেও পরিকল্পনা করে
অসৎ কাজের সংজ্ঞা বদলে
করে গেছি দুর্নীতি বারেবারে।
ক্ষমতার ব্যবহার প্রয়োজন
এই প্রয়োজন ভীষণ জরুরী
অন্যথা হলে ক্ষমতা হারাবে
কেউ করে নেবে সহজেই চুরি।
লোভ আর লাভ নিয়েই জীবন
অতি আদরের এই দুই ধন
কেন মান্যতা দেবো না বলোতো
করব না কেন এদের যতন!
দ্বিতীয়র স্থানে হলেই বা কী
ক্ষমতা আমার কম আছে নাকি!
কেন এ প্রশ্ন! আমি কী অসৎ!
সর্বদা ভাগ করে খেয়ে থাকি।
যেটাকে তোমরা বলো দুর্নীতি
আসলে তো সেটা ক্ষমতার রীতি
ক্ষমতা পাওনি তাই তো জানো না
টাকার সাথেই ক্ষমতার প্রীতি।
কেন যে বলছ আমাকেই চোর!
কেউ কী দেখেছে করতেই চুরি!
ওঁরা চুরি করে দিয়েছে আমায়
আমি রক্ষক, রেখে রেখে ভারী।
এই প্রদেশের আমিই মালিক
তোমরা চেয়েছ, তাই তো হয়েছি
প্রতিটি কাজেই আমার ইচ্ছা
আর সেই মতো ছড়ি ঘুরিয়েছি।
যা ঘটাতে চাই, তাই হয়ে যায়
হারাতেও পারি, জেতাতেও পারি
পুলিশের কেস দিয়ে জেলে পুরি
চুপচাপ থাকো, তা না হলে অরি।
মালিক শুধুই পাঁচ বছরের
এই সময়েই আখের গোছানো
আবার কী করে গদীতে বসব
তাই ঠিক করে রাখছি, তা মানো।
ক্ষমতাই এই জীবনের সার
পেয়েছি যখন, আর ছাড়ি নাকি!
কী যে দুর্নীতি, তোমরা জানো না
সরব হয়োনা, হলে সব হয়ে যাবে ফাঁকি।
সুবীর সেনগুপ্ত